ঢাকা জেলার দোহার এলাকা থেকে ৫২ কেজি গাঁজাসহ এক মহিলাকে গ্রেফতার করেছে র্যাব-১০। এসময় মাদক বহনে ব্যবহৃত একটি মাইক্রোবাস জব্দ করা হয়। আটককৃত সোনিয়া (৩৫), উপজেলার বানাঘাটা এলাকার শেখ শহীদের মেয়ে।
গতকাল ০৬ জুন (বৃহস্পতিবার) দিবাগত রাত ০১.৩০ ঘটিকায় র্যাব-১০ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। পরবর্তীতে র্যাবের উপস্থিতি টের পেয়ে একজন মহিলা পালানোর চেষ্টা করলে র্যাবের নারী সদস্যের সহায়তায় উক্ত নারীকে আটক করা হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে তার ভাড়া বাসা থেকে সবুজ রংয়ের পলিব্যাগে রক্ষিত ১০ (দশ) কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ভাড়াকৃত বাসার কক্ষের সামনে থাকা একটি মাইক্রোবাসে তল্লাশী চালিয়ে মাইক্রোবাসের সিটের পাটাতনের নিচ হতে আরও ৪২(বিয়াল্লিশ) কেজি গাঁজা উদ্ধার করে। র্যাবের উক্ত অভিযানে আনুমানিক ১৫,৬০,০০০/- (পনের লক্ষ ষাট হাজার) টাকা মূল্যমানের মোট ৫২ কেজি গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত ০১টি মাইক্রোবাস জব্দ করা হয়।
২ দিন ১ ঘন্টা ১১ মিনিট আগে
৮ দিন ২৩ ঘন্টা ৫ মিনিট আগে
১৯ দিন ১৭ ঘন্টা ৪১ মিনিট আগে
১৯ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৩ দিন ২৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৪ দিন ২১ ঘন্টা ০ মিনিট আগে
২৪ দিন ২১ ঘন্টা ২ মিনিট আগে
৩৬ দিন ১৮ ঘন্টা ৫৭ মিনিট আগে