সখি, তুমি অসাধারণ সুন্দর
মনটা তোমার আরও কচি সবুজ-
তোমার চঞ্চলতা আমায় মুগ্ধ করে,
তুমি দেখতে সত্যি চিরসবুজ-
হওয়ার অনুপ্রেরণা পায়,
তোমার বাহুডোরে চিরন্তন সাহস জোগায়।
তোমার ফ্যাশন ঠিক বিবি রাসেলের মতো,
তোমাকে যথ দেখি অবাক হয়,
তোমার দেহের বা মনের শক্তি বিরল!
হয়তো লোকে যা বলার তাই বলে,
তাতে তোমার কিছু-ই-যায় আসে না।
তুমি দারুণ উপভোগ কর সময়টাকে,
অনেকে পারে না বলে হিংসে হয় !
তোমাকে আমার দারুণ লাগে
তোমর হ্নদয়ে প্রেম অন্তত
বেঁচে থাক অন্ততকাল,
তোমার চিরসবুজ হ্নদয় প্রেমকে নিয়ে।
সঞ্চিতা তালুকদার
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
২ দিন ২ ঘন্টা ৫৯ মিনিট আগে
৯ দিন ৫৩ মিনিট আগে
১৯ দিন ১৯ ঘন্টা ৩০ মিনিট আগে
১৯ দিন ১৯ ঘন্টা ৩১ মিনিট আগে
২৪ দিন ১ ঘন্টা ৩৪ মিনিট আগে
২৪ দিন ২২ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৪ দিন ২২ ঘন্টা ৫০ মিনিট আগে
৩৬ দিন ২০ ঘন্টা ৪৫ মিনিট আগে