তুচ্ছ ঘটনাকে কে কেন্দ্র করে ভোলার দৌলতখাঁনে রতন মাঝি(৫০) এক ব্যাক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষরা। বুধবার (২৪ মে) সন্ধ্যার পর উপজেলার চরপাতা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
দৌলতখান থানা পুলিশ জানায়, বিকেলের দিকে চরপাতা বেরিবাধ এলাকায় দুই পরিবারের বাচ্চা খেলাধুলা করছে। সেখানে তাদের মধ্য কথা কাটাকাটি হয় এক পর্যায়ে হাতাহাতি শুরু হয়ে যায়। সেই ঘটনাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্য বাদে সংঘর্ষ। এলাকার মানুষ ঘটনা কিছুটা নিষ্পত্তি করে দিলেও। রাতে এই ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষ নারী পুরুষ একত্রিত হয়ে তুলে নিয়ে যায় রতন কে। এরপর তাকে একটা অন্ধকার ঘরে বন্দি করে চালায় অমানবিক নির্যাতন। এক পর্যায়ে সেখানেই মারা যান তিনি।
এ ঘটনা জানার পর দৌলতখাঁন থানা পুলিশ দ্রুত ছুটে টসে রতনের মরদেহ উদ্ধার করেন। এবং ঘটনার সাথে সম্পৃক্ত এক নারীকে আটক করেন।
১৫ দিন ৫ ঘন্টা ৯ মিনিট আগে
৫৪ দিন ২ ঘন্টা ২৭ মিনিট আগে
৯৬ দিন ৭ ঘন্টা ০ মিনিট আগে
৯৮ দিন ৬ ঘন্টা ১৩ মিনিট আগে
১০১ দিন ১৩ ঘন্টা ৭ মিনিট আগে
১০২ দিন ৯ ঘন্টা ৩৮ মিনিট আগে
১০৩ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে
১১১ দিন ৫ ঘন্টা ১০ মিনিট আগে