বরগুনার
তালতলীর সদর বাজারে খালের
জায়গা দখল করে তিন
তল একটি ভবণ
নির্মাণ করা অবৈধ স্থাপনা
উচ্ছেদ করেছে প্রশাসন।
মঙ্গলবার(২৫ জুলাই) দুপুরে
সহকারী কমিশনার (ভূমি) অমিত
দত্ত এর নেতৃত্বে এ
উচ্ছেদ অভিযান পরিচালনা করা
হয়।
স্থানীয়
ও উপজেলা প্রশাসন
সূত্রে জানা যায়, উপজেলার
শহরের পাশেই গুরুত্বপূর্ণ তালতলী
বাজারের সাথে খালের ওঠা
নামার পথ দখল করে
স্থানীয় প্রভাবশালী মো.নাজিম অবৈধ
পাকা ভবব নির্মাণ কাজ
শুরু করেন। ইতিমধ্যে
তিনি গোপনে তিন তলা
ভবন নির্মাণ কাজ প্রায়ই
শেষ হয়।
খাল দখল করে ভবণ
নির্মানের বিষয়টি নজরে আসে
প্রশাসনের। পরে উপজেলা
নির্বাহী অফিসার সিফাত আনোয়ার
তুমপা ঘটনাস্থালে এসে অবৈধ স্থাপনার
কাজ বন্ধ করে দেন। একই সাথে
অবৈধ ভবনটি সিলগালা করে
দেন। ভবন
মালিক ২০ দিনের ভেতর
অবৈধ স্থাপনাটি ভেঙ্গে বা সড়িয়ে
ফেলবে বলে মুছলেকা দিয়ে
যায়। কিন্তু
২০ দিন পার
হলেও অবৈধ স্থাপনাটি সড়িয়ে
না নেওয়াতে অভিযান
পরিচালনা করে অবৈধ ভাবে
দখল করা খালটির জায়গা
উদ্ধার করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) অমিত
দত্ত বলেন, ভবন মালিককে
২০ দিনের সময়
দেওয়া হয়েছে অবৈধ স্থাপনা
ভেঙে ফেলার জন্য কিন্তু
তিনি ভেঙে বা সড়িয়ে
নেয়নি। এজন্য সকাল
অভিযান পরিচালনা করে খালের
ওপরে অবৈধভাবে নির্মিত অবৈধ
স্থাপনা ভেঙে দেওয়া হয়েছে। তিনি আরও
বলেন,খালের ওপর যেসব
অবৈধভাবে নির্মিত সব অবৈধ
স্থাপনা পর্যায়ক্রমে ভেঙে দেওয়া হবে।
১৩ দিন ৪ ঘন্টা ৩৪ মিনিট আগে
১৭ দিন ৪ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯১ দিন ১২ ঘন্টা ৫ মিনিট আগে
১৩৩ দিন ৯ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৪১ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৪৮ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে
১৬৪ দিন ৩ ঘন্টা ৬ মিনিট আগে
১৬৬ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে