সুন্দরবনে অভিযান পরিচালনা করে অস্ত্র ও গোলাবারুদসহ মো. বিল্লাল হোসেন (৩৩) নামে ডাকাত আনারুল বাহিনীর এক সদস্যকে আটক করেছে কোস্ট গার্ড।
সোমবার (২৮ এপ্রিল) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেছেন।
এর আগে রোববার (২৭ এপ্রিল) বিকেল ৫টায় কোস্ট গার্ড বেইস মোংলা এবং আউটপোস্ট নলিয়ানের সমন্বয়ে গঠিত একটি বিশেষ অভিযানিক দল তাকে আটক করে।
মো. বিল্লাল হোসেন খুলনা জেলার কয়রা থানার বাসিন্দা।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন শিবসা নদীর পশ্চিম তীরে মুচির দোয়ানি এলাকায় দুর্ধর্ষ ডাকাত দল আনারুল বাহিনীর সদস্যরা অবস্থান করছে। এমন সংবাদে কোস্ট গার্ড বেইস মোংলা এবং আউটপোস্ট নলিয়ানের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বিল্লালকে আটক করা হয়।
তিনি বলেন, অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের অন্য সদস্যরা বনের ভেতরে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় সাঁড়াশি অভিযান পরিচালনা করে ১টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুর্ধর্ষ ডাকাত আনারুল বাহিনীর সদস্য মো. বিল্লাল হোসেনকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, দীর্ঘদিন ধরে সুন্দরবনে ডাকাতি কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার পাশাপাশি ডাকাত আনারুল বাহিনীকে অস্ত্র ও গোলাবারুদ দিয়ে সহযোগিতা করে আসছেন তিনি। উদ্ধার করা অবৈধ অস্ত্র ও গোলাবারুদসহ আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক আরও বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড আইন-শৃঙ্খলা রক্ষার্থে উপকূলীয় ও নদী তীরবর্তী অঞ্চলে ২৪ ঘণ্টাব্যাপী টহল কার্যক্রম অব্যাহত রেখেছে। যার ফলে এসব অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশ উন্নত হয়েছে। সুন্দরবনকে দস্যুমুক্ত করতে কোস্ট গার্ডের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
৮ ঘন্টা ২৪ মিনিট আগে
১ দিন ৫ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩ দিন ৯ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ দিন ৫ ঘন্টা ৫৮ মিনিট আগে
৪ দিন ১০ ঘন্টা ৩২ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৬ মিনিট আগে
৫ দিন ৬ ঘন্টা ৫৮ মিনিট আগে