দক্ষিণা আকাশে মেঘের ভেলা
এই বুঝি হলো বৃষ্টি বেলা!
চার দিকে আধার নামে
বৃষ্টির ফোটা গায়ে লাগে!
শিহরণ উঠে শরীর জুড়ে,
বৃষ্টির ফোটা বরণ করে!
বৃষ্টি তোর সঙ্গী হয়ে
ভিজবো পুরো শহর জুড়ে!
বিজলির আলোক রশ্মি
হঠাৎ করে দু'চোখ মেলে
দেখবো হৃদয় জুড়ে!
খোলশ পায়ে হেটে হেটে
শীল কুড়াবো বৃষ্টি ভিজে!
চায়ের কাপে চুমুক দিব
ঝুম বৃষ্টির মাঝে!
হাঁটু জলে পা ভিজাবো
বৃষ্টি তোর সঙ্গী হবো!
নিয়ে যাস তোর সাথে
যেখানে তোর প্রহর শেষে!
রিমঝিম বৃষ্টি ঝড়ে
শীতল হাওয়া গায়ে মেখে
হেটে যাব গাছ তলাতে
কদম গুড়াবো বৃষ্টির মাঝে!
বৃষ্টি তোর বিদায় বেলায় সঙ্গী
করে নিয়ে যাস মেঘের ভেলায় !
১১ দিন ২ ঘন্টা ৮ মিনিট আগে
১৮ দিন ৫২ মিনিট আগে
২২ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ৩১ মিনিট আগে
২৩ দিন ২২ ঘন্টা ২৮ মিনিট আগে
২৪ দিন ৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
২৫ দিন ১৩ ঘন্টা ১ মিনিট আগে
২৬ দিন ৬ ঘন্টা ৪৫ মিনিট আগে