এবারের শ্রাবণে মেঘ ঝড়িবে হয়তো
কোনো কদম ফুটিবে না,
ফুটিবেনা কোনো সন্ধ্যাতারা।
যে বর্ষায় হুতুমপেঁচা নাচিবেনা
শালিক পাইবেনা অন্ন
আমি সেই বর্ষাকে কিভাবে
আপন করিয়া লইব?
যে বর্ষা হাহাকার করিয়া নামিয়া আসে
যে বর্ষার সুমধুর শব্দ লোপ পাইয়াছে
ঘাস ফুলকে আলতো আলিঙ্গণ না করিয়া
সজোড়ে হামলে পড়ে,
ডোবার জলকে তুচ্ছ জ্ঞানে
মিশিতে পারেনা সাচ্ছন্দ্যে
আমি সেই বর্ষাকে কিভাবে
বরিয়া লইব সানন্দে?
যে বর্ষার চক্ষুলজ্জা গিয়াছে তুঙ্গে
ভালোবাসার অর্থে ভুল ব্যাখ্যে
যে বর্ষা কলমি ফুলকে ঘৃন্যে
সর্বস্ব দান করিয়া দেয় কৃষ্ণচূড়াকে
সেই বর্ষা কিভাবে লাবণ্য দান করিবে
কলমিকে, কদমকে, ঘাসফুলকে?
কিভাবে ভালোবাসিবে
ডোবাকে, শালিককে বা পেঁচাকে?
১১ দিন ১ ঘন্টা ৫৮ মিনিট আগে
১৮ দিন ৪২ মিনিট আগে
২২ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
২৩ দিন ২২ ঘন্টা ১৭ মিনিট আগে
২৪ দিন ৯ ঘন্টা ২৬ মিনিট আগে
২৫ দিন ১২ ঘন্টা ৫০ মিনিট আগে
২৬ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে