মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিশ্ব ভালোবাসা দিবসে পথশিশু, কিশোর-কিশোরী ও ছিন্নমূল মানুষের মধ্যে দুপুরের খাবার বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন শ্রীমঙ্গল রক্তদান সমাজকল্যাণ সংস্থা। মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) বেলা ১টায় শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকায় প্রায় তিনশতাধিক কিশোর-কিশোরী ও ছিন্নমূল মানুষের মাঝে এসব খাবার তুলে দেয়া হয়।
সংগঠনের সভাপতি মোহাম্মদ আজহারুল ইসলাম এর সভাপতিত্বে ও সম্পাদক মুজাহিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার কাউন্সিলর, প্যানেল মেয়র-২ মীর এম এ সালাম, ডা. আব্দুল্লাহ আল মামুন, সংগঠনের উপদেষ্টা, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহসম্পাদক (ক্রীড়া ও সাংস্কৃতিক) মামুন আহমেদ, সাপ্তাহিক শ্রীমঙ্গের চিঠির নির্বাহী সম্পাদক মিসবাহ উদ্দিন জুবায়েরসহ সংস্থার অন্যান্য সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, ২০১৭ সালে সংগঠনটি প্রতিষ্ঠা লাভ করার পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকান্ড ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
১১ দিন ২২ ঘন্টা ২৪ মিনিট আগে
১৩ দিন ১ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩১ দিন ১০ ঘন্টা ১৮ মিনিট আগে
৩৫ দিন ১ ঘন্টা ৮ মিনিট আগে
৪৩ দিন ১৬ ঘন্টা ২০ মিনিট আগে
৪৪ দিন ৫ ঘন্টা ১৬ মিনিট আগে
৪৪ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
৪৫ দিন ২ ঘন্টা ৩৩ মিনিট আগে