নোয়াখালীর সোনাইমুড়ীতে এক পথচারী নারীকে নিশ্চিত মৃত্যুর হাত থেকে বাঁচাতে গিয়ে নিজেদের জীবন উৎসর্গ করলেন মোটরসাইকেল আরোহী দুই তরুণ। সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় আঞ্চলিক মহাসড়কে সংঘটিত এই হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারান তারা। তাদের এই আত্মত্যাগ স্থানীয়দের মধ্যে শোক ও শ্রদ্ধার জন্ম দিয়েছে।
সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বজরা ইউনিয়নের চৌমুহনী টু সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
নিহত দুই তরুণ হলেন সোনাইমুড়ী উপজেলার বারাহিপুর গ্রামের বাসিন্দা শাহরিয়া সহিদ (২০) ও মোশারফ হোসেন (২০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সহিদ ও মোশারফ মোটরসাইকেলে করে সোনাইমুড়ী বাজার থেকে চৌমুহনীর দিকে যাচ্ছিলেন। বগাদিয়া এলাকায় পৌঁছালে হঠাৎ একজন নারী পথচারী রাস্তা পার হওয়ার চেষ্টা করেন। তাকে বাঁচাতে গিয়ে চালক দ্রুত মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারান। তাদের গতিরোধ করার তাৎক্ষণিক প্রচেষ্টা ব্যর্থ হয় এবং মোটরসাইকেলটি সড়কের পাশে থাকা একটি গাছের সঙ্গে প্রচণ্ড জোরে ধাক্কা খায়।
ধাক্কা লাগার সঙ্গে সঙ্গেই শাহরিয়া সহিদ ঘটনাস্থলে প্রাণ হারান। গুরুতর আহত অবস্থায় মোশারফ হোসেন কে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, পথচারী নারীটিকে বাঁচাতে গিয়েই তারা ঝুঁকি নিয়েছিলেন। ওই নারীকে নিরাপদে সরিয়ে দিতে পারলেও, নিজেরা নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার শিকার হন।
স্থানীয় বাসিন্দারা জানান তরুণদের এই বীরত্বপূর্ণ ত্যাগে এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা তাদের আত্মার শান্তি কামনার পাশাপাশি, সড়কে শৃঙ্খলা রক্ষা এবং নিরাপদ পথচারী পারাপারের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম এই মর্মান্তিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এক পথচারী নারীকে বাঁচাতে গিয়েই এই দুর্ঘটনা ঘটেছে। এ ঘটনায় চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা পুলিশ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করবে।
১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১৯ ঘন্টা ৪৫ মিনিট আগে
২১ ঘন্টা ৪৪ মিনিট আগে
২৩ ঘন্টা ৩ মিনিট আগে
২৩ ঘন্টা ২৫ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৫ মিনিট আগে
১ দিন ৮ ঘন্টা ৩০ মিনিট আগে
১ দিন ৯ ঘন্টা ৪৮ মিনিট আগে