প্রায় ১০বছর আগে মারা যান নজরুল ইসলামের বাবা আনোয়ার হোসেন। বেশ কয়েক মাস আগে তার মা কছিরন বেগমের ডায়াবেটিস ধরা পড়ে। এরপর নানা রোগে আক্রান্ত হয়ে তিনি এখন শয্যাশায়ী। সারা শরীরে ঘা উঠেছে। ঘৃণায় যখন তার মায়ের পাশে কেউ ঘেঁষতে চায় না তখন তার সেবায় ব্যস্ত নজরুল। মায়ের প্রতি সন্তানের কর্তব্যের এমন বিরল দৃষ্টান্ত দেখা গেলো রংপুরের পীরগাছায় সদর ইউনিয়নের জানেরপাড় গ্রামে।
নজরুল ইসলামের বড় ভাইয়ের স্ত্রী কয়েক মাস আগে মারা যান। নজরুলের স্ত্রীও তাকে ছেড়ে চলে যান। তার বড় ভাই অন্য কাজে ব্যস্ত থাকলেও নজরুল তার মাকে নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকেন। নিজহাতে খাওয়ানো, তার মায়ের কাপড় পরিস্কার করা, গোসলসহ সব কাজ নজরুল করে থাকেন। ষাটোর্ধ্ব কছিরন বেগম কোনো কথা বলতে পারেন না। চলাফেরা এমনকি কোনো ইশারাও করতে পারেন না। এখন শুধু পানি খেয়ে বেঁচে আছেন।
নজরুলের মায়ের প্রতি অগাধ ভালবাসা ও তার মায়ের অসুস্থতার কথা শুনে তাদের পাশে দাঁড়ান স্বেচ্ছাসেবী সংগঠন 'পীরগাছা আলোর কাফেলার' টিম। রোববার (২৬ অক্টোবর) দুপুরে তারা তাদের সংগঠন থেকে খাদ্য সামগ্রিসহ তার মায়ের চিকিৎসার খোঁজখবর নেন। এসময় উপজেলা সমাজসেবা কর্মকর্তা এনামুল হক উপস্থিত ছিলেন। নজরুল ইসলামের মাকে দেখে সমাজসেবা কার্যালয় থেকে আর্থিক সহায়তা ও দ্রুত চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করার প্রতিশ্রুতি দেন।
‘পীরগাছা আলোর কাফেলার’ সভাপতি মোস্তাফিজার রহমান রিপন বলেন, এ এলাকায় এক সময় জুয়া ও নেশায় ভরে গিয়েছিল। আমরা সহনীয় পর্যায়ে আনতে পেরেছি। আমাদের প্রধান লক্ষ্য সবাইকে সকল খারাপ কাজ থেকে বিরত রাখা ও ভালো কাজে সহযোগিতা করা। তিনি আরও বলেন, সংগঠনের পক্ষ থেকে আজ আমরা চাউল এক বস্তা, সয়াবিন তেল এক লিটার, মসলা, ডাল, চিনি, সেমাই, আলু, পেঁয়াজ, কাঁচা বাজার, আঙ্গুর, কমলা, রসমালাই সহ ঔষধ নজরুলের হাতে তুলে দিয়েছি।
এসময় উপস্থিত ছিলেন ‘পীরগাছা আলোর কাফেলার’ সাধারণ সম্পাদক রেজাউল করিম রকেট, উপদেষ্টা আবুল কাশেম মিন্টু, জাহাঙ্গীর আলম খাঁন, সাংগঠনিক সম্পাদক মামুন, প্রচার সম্পাদক আব্দুর রহিমসহ আরও অনেকে।
৩ ঘন্টা ৬ মিনিট আগে
৩ ঘন্টা ৪৪ মিনিট আগে
৫ ঘন্টা ৪৪ মিনিট আগে
৬ ঘন্টা ২১ মিনিট আগে
৬ ঘন্টা ২৩ মিনিট আগে