শেরপুরের ঝিনাইগাতীতে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগী ও উপকরণ বিতরণ করা হয়েছে। ২০২৫-২৬ অর্থ বছরের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর আর্থ-সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় প্রথম পর্যায়ে ৭৫ জন সুফলভোগী পরিবারের মাঝে দুটি করে বাড়ন্ত বকনা ছাগী, ছাগলের খাবার, পাঁচটি ফ্লোর ম্যাট, চারটি পিলার ও দুটি ঢেউটিন বিতরণ করা হয়। ২৩ অক্টোবর বৃহস্পতিবার সকাল ১১টায় ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় চত্বরে এসব ছাগী ও উপকরণ বিতরণ করা হয়। ঝিনাইগাতী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছাগী ও উপকরণ বিতরণ করেন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. আশরাফুল আলম রাসেল। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা রজব আলীসহ উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীগণ। উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এটিএম ফয়জুর রাজ্জাক আকন্দ বলেন, “সমতলভূমির অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ৭৫ জন সুফলভোগী পরিবারের মাঝে দুটি করে ছাগীসহ প্রয়োজনীয় উপকরণ সরবরাহ করা হয়েছে। এ প্রকল্পের অধীন পরবর্তীতে আরও ১০০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর মাঝে ছাগী ও উপকরণ বিতরণ করা হবে। এতে তারা নিজেদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবে। আমরা নিয়মিত তদারকির মাধ্যমে এসব ছাগী দেখভালসহ প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করবো।
২ ঘন্টা ২৫ মিনিট আগে
৩ ঘন্টা ৪ মিনিট আগে
৩ ঘন্টা ৬ মিনিট আগে
৩ ঘন্টা ২২ মিনিট আগে
৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
৩ ঘন্টা ৫৯ মিনিট আগে
৪ ঘন্টা ১ মিনিট আগে
৪ ঘন্টা ৪ মিনিট আগে