লন্ডনে হয়ে গেল জাঁকজমকপূর্ণ দোহার এসোসিয়েশন এর বিজয় দিবস ও অভিষেক অনুষ্ঠান ২০২২। কোরআন তেলওয়াত ও জাতীয় সংগীতের মধ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা হয়।এর পর সংগঠনের সভাপতি শাজাহান সেলিম শুভেচ্ছা বক্তব্য দিয়ে মুল অনুষ্ঠান শুরু করেন।সংগঠনের অনেকে তাঁদের শুভেচ্ছা দিয়ে সাংস্কৃতিক পর্ব শুরু করেন।
কাজী কল্পনা সাংস্কৃতিক সম্পাদিকার পরিকল্পনায় একটি চমৎকার সাংস্কৃতিক সন্ধ্যা দর্শকদের মনোমুগ্ধকর করে তুলেন।একটি দলীয় সংগীতের পর নৃত্যশিল্পী মোহাম্মদ দ্বীপ এর সুন্দর দেশাত্ববোধক গানের সাথে নৃত্য উপস্থিত দোহারবাসীর মন জয় করে নিতে সক্ষম হয়েছে।নৃত্যর মধ্যভাগে জাতীয় পতাকা নিয়ে তাঁর সুন্দর কোরিওগ্রাফী দর্শকদের হাত তালি বলে দিয়েছে সব কিছু ।মোহাম্মদ দ্বীপ ঢাকায় বেডে উঠলেও তিনি দোহারের সন্তান বলে গর্ববোধ করেন।
অনুষ্ঠানে তিনি ছাড়াও নৃত্যশিলপী সোনিয়া সুলতানা নৃত্যপরিবেশন করেন।সংগীতশিলপী কাজী কল্পনা, শম্পা দেওয়ান ও হাসি রানী গান করেছেন।
অনুষ্ঠানের মুল আকর্ষণ ছিলেন সংগীত শিল্পী প্রতীক হাসান ।
পরিশেষে সভাপতির বিদায়ী শুভেচ্ছার মাধ্যমে অনুষ্ঠান শেষ করা হয়।
১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৮ ঘন্টা ৪৪ মিনিট আগে
২২ ঘন্টা ৫৫ মিনিট আগে
১ দিন ২৫ মিনিট আগে
১ দিন ২৭ মিনিট আগে
১ দিন ২৮ মিনিট আগে
১ দিন ২৯ মিনিট আগে
১ দিন ৩২ মিনিট আগে