বগুড়ার সারিয়াকান্দিতে অভ্যন্তরীণ বোরো মৌসুমের ধান ও চাল সংগ্রহ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১৪ মে) সকালে উপজেলা খাদ্য গুদামে ফিতা কেটে এই কার্যক্রমের উদ্বোধন করেন সারিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সভাপতি শাহরিয়ার রহমান।
চলতি মৌসুমে সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদনের ভিত্তিতে ধান ও চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৯৩৯ মেট্রিক টন ধান এবং ১৪২২ মেট্রিক টন চাল। সরকার নির্ধারিত মূল্যে প্রতি কেজি ধানের দাম ৩৬ টাকা এবং চালের দাম ৪৯ টাকা ধার্য করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সারিয়াকান্দি উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ আলী জিন্নাহ, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা দেওয়ান মোঃ আতিকুর রহমান, উপজেলা খাদ্য গুদাম কর্মকর্তা রাশেদুল ইসলাম। এছাড়াও রাজনৈতিক নেতা-কর্মী সহ বিভিন্ন মিল মালিক ও কৃষকরা উপস্থিত ছিলেন।