গোয়ালন্দে ৪৫০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ যুবক গ্রেফতার
রাজবাড়ীর গোয়ালন্দে ৪৫০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃত যুবকের নাম নাজমুল হোসেন আকাশ (২৬)। সে রাজবাড়ী সদর উপজেলার সিলিমপুর এলাকার আতোয়ার হোসেনের ছেলে।
১৩ মে মঙ্গলবার দিনগত রাত সারে ১০ টার দিকে উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া বরকত সরদার পাড়া এলাকায় যানবাহনে তল্লাশি চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানার ওসি মোহাম্মদ রাকিবুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া যুবকের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার সকালে তাকে আদালতের মাধ্যমে রাজবাড়ীর কারাগারে পাঠানো হয়েছে।