ছাত্র আন্দোলন চলাকালে গত জুলাইয়ে একটি টক শো’তে সাবেক বিচারপতি মানিকের সঙ্গে বাগবিতণ্ডার জেরে দর্শকদের কাছে পরিচিতি পান উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। ওই সময় অনেকের প্রিয় মুখ হয়ে ওঠেন তিনি।
তবে কিছুদিন ধরে অনেকটা খ্যাতির বিড়ম্বনায় পড়তে হচ্ছে দীপ্তিকে। ফেসবুকে চোখ রাখলেই তাকে নিয়ে বিভিন্ন ভিত্তিহীন তথ্য দিয়ে মীম বানানো হচ্ছে।
কখনো দীপ্তির ফ্যামিলি, কখনো বা তার শিক্ষাগত অবস্থান নিয়ে নানাভাবে ট্রল করছে কেউ কেউ।
এবার বিরক্ত হয়ে ক্ষোভ ঝেড়েছেন দীপ্তি। শুক্রবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট দিয়ে তিনি লিখেছেন, ‘বডি শেমিং, ট্রলিং, পলিটিক্যাল হ্যারেসমেন্ট আরো কত কিছু! একটার পর একটা। ক্লান্ত লাগে না আপনাদের? একবারও বুক কাঁপে না শুধুমাত্র রাজনৈতিক জেদ থেকে এমন মিথ্যাচার করতে? আমার নিরপেক্ষতা আপনাদের জন্য সুফল বয়ে আনল না বলে এত কিছু করতে হবে? একবার ভেবে দেখবেন।
দীপ্তির পোস্টে তার শত শত অনুসারী উৎসাহ দিয়ে মন্তব্য করেছেন। বাবু চাকমা লিখেছেন, সফলদের সমালোচনা থাকবে। কারণ সমালোচনা করতে যোগ্যতা লাগে না, বরং সমালোচিত হতে যোগ্যতা লাগে। দীপ্তি আপনার জন্য শুভকামনা রইল।
আপনি আরো সফল হন, এগিয়ে যান।
জানা যায়, দীপ্তি চৌধুরী বিভিন্ন সামাজিক সংগঠনে কাজ করেছেন। বর্তমানে তিনি চ্যানেল আইতে ‘এখন কী চাই’ এবং ‘স্ট্রেইট কাট’ দুটি অনুষ্ঠান উপস্থাপনা করছেন।
২১ ঘন্টা ৩ মিনিট আগে
২ দিন ২ ঘন্টা ৪৯ মিনিট আগে
১২ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে
১৩ দিন ৮ ঘন্টা ৩৮ মিনিট আগে
১৮ দিন ১২ ঘন্টা ৪০ মিনিট আগে
১৯ দিন ৮ ঘন্টা ৩৭ মিনিট আগে
২২ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
২৩ দিন ১৭ ঘন্টা ৪ মিনিট আগে