যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের টুইটার প্ল্যাটফর্মে ফিরে আসতে যাচ্ছেন বলে জানিয়েছেন ইলন মাস্ক। ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফেরত দেওয়া উচিত কি না, তা নিয়ে একটি জরিপ চালিয়েছিলেন মাস্ক। ওই জরিপে সংখ্যাগরিষ্ঠের মতামতের ভিত্তিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এনডিটিভি জানিয়েছে, রবিবার (২০ নভেম্বর) এক টুইট বার্তায় ইলন মাস্ক বিষয়টি নিশ্চিত করেছেন।
টুইটে তিনি লেখেন, ‘মানুষ তাদের মতামত জানিয়েছেন। ট্রাম্প আবার টুইটারে ফিরবেন।’
আরেকটি টুইটে মাস্ক লেখেন, ‘ভক্স পপুলি, ভক্স দেই’, যার অর্থ দাঁড়ায়, ‘জনগণের কণ্ঠস্বর, ঈশ্বরের কণ্ঠস্বর।’
শনিবার ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট ফিরিয়ে দেওয়া উচিত কি না এই বিষয়ে জরিপ শুরু করা হয়। ওই জরিপ চলে ২৪ ঘণ্টা। এতে অংশ নিয়েছিলেন প্রায় ১ কোটি ৫০ লাখ টুইটার ব্যবহারকারী। ফলাফলে দেখা যায়, ট্রাম্পের ফিরিয়ে আনার পক্ষে ভোট দিয়েছেন ৫১ দশমিক ৮ শতাংশ ব্যবহারকারী এবং ৪৮ দশমিক ২ শতাংশ ভোট দেয় বিপক্ষে।
গত বছর যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল হিলে হামলার কারণে ট্রাম্পের টুইটার অ্যাকাউন্ট স্থগিত করা হয়। তবে এর নতুন মালিক ইলন মাস্ক মে মাসেই জানিয়েছিলেন, এ সিদ্ধান্ত তিনি বাতিল করবেন।
৩ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে
৫ দিন ১২ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ দিন ১১ ঘন্টা ৫৩ মিনিট আগে
৬ দিন ২১ ঘন্টা ৩ মিনিট আগে
৭ দিন ১৮ ঘন্টা ২২ মিনিট আগে
৮ দিন ১ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯ দিন ১ ঘন্টা ৫৬ মিনিট আগে
৯ দিন ১৬ ঘন্টা ৫৬ মিনিট আগে