দ্বাদশ সংসদ নির্বাচনে ৩০০ আসনের প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা বসানো সম্ভব হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মো. আহসান হাবিব খান।
তিনি বলেছেন, গাইবান্ধার নির্বাচনে ১৪৫টি কেন্দ্রে ১১’শ সিসি ক্যামেরা বসানো হয়েছিল। কিন্তু সারাদেশে জাতীয় নির্বাচনে সিসি ক্যামেরা বসানো হলে প্রায় সাড়ে ৩ থেকে ৪ লাখ ক্যামেরা প্রয়োজন হবে। তাই সাধ থাকলেও সাধ্যের মধ্যে তা অসম্ভব। তবে নির্বাচন কমিশন বিষয়টি নিয়ে সিদ্ধান্ত নেবে।
শনিবার (১৯ নভেম্বর) বেলা ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ে ছবিসহ ভোটার তালিকা হলনাগাদ কার্যক্রম পরিদর্শনে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আহসান হাবিব খান বলেন, নির্বাচন কমিশনের কাজ সুষ্ঠুভাবে নির্বাচন আয়োজন করা। ভোট সুষ্ঠু করতে আমরা প্রতিটি দলের সঙ্গে বৈঠক করছি এবং তাদের মতামত নিচ্ছি। নির্বাচন কমিশন লেভেল প্লেয়িং ফিল্ড তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে।
ভিন্ন নামে জামায়াতের নিবন্ধন নেওয়া প্রসঙ্গে এই নির্বাচন কমিশনার বলেন, নিবন্ধন নিতে হলে নিয়মতান্ত্রিক আইন আছে। কোনো দল প্রতিটি নিয়মকানুন মেনে আবেদন করলে নির্বাচন কমিশন বসে সিদ্ধান্ত নেবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম, জেলা প্রশাসক একেএম গাভিল খাঁন, পুলিশ সুপার এএইচএম আবদুর রকিব, জেলা নির্বাচন কর্মকর্তা মোতাওয়াক্কিল রহমান, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা রওশন আলীসহ আরও অনেকে।
৪ ঘন্টা ১৯ মিনিট আগে
৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
১০ ঘন্টা ১৭ মিনিট আগে
২৩ ঘন্টা ৩০ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৪৭ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
১ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে