অবশেষে চালু হচ্ছে মোবাইল ইন্টানেট। আজ বিকাল ৩টা থেকে ফোর-জি সেবা চালু হবে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক।
রবিবার (২৮ জুলাই) সকালে মোবাইল অপারেটরদের সংগঠন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশ-অ্যামটবের সঙ্গে বৈঠকের পর এ তথ্য জানান তিনি।
পলক জানান, গ্রাহকদের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে ৫ জিবি করে ডাটা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, যার মেয়াদ হবে তিন দিন।
তিনি আরও জানান, আজ ফোরজি সেবা চালু হবে। পরবর্তীকালে ৫জি সেবাও চালু করা হবে।
এর আগে কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট সহিংসতার পর টানা পাঁচদিন সারাদেশে ইন্টারনেট সেবা বন্ধ থাকার পর গত ২৩ জুলাই রাতে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু করা হয়। এর পর বুধবার (২৪ জুলাই) রাত থেকে আবাসিক এলাকায়ও ইন্টারনেট সেবা মিলছে। তবে বন্ধ আছে মেটার তিনটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ এবং টিকটক বাংলাদেশে এখনো বন্ধ। কবে নাগাদ এসব প্ল্যাটফর্ম খুলে দেওয়া হবে, তা এখনো জানায়নি বিটিআরসি।
৪ দিন ২২ ঘন্টা ১৩ মিনিট আগে
১২ দিন ৩ ঘন্টা ৪৫ মিনিট আগে
১৮ দিন ৭ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৪ দিন ১১ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৫ দিন ১০ ঘন্টা ৪১ মিনিট আগে
২৬ দিন ৭ ঘন্টা ৩৫ মিনিট আগে
৩৫ দিন ৯ ঘন্টা ২১ মিনিট আগে
৩৮ দিন ১৮ ঘন্টা ৪৫ মিনিট আগে