পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বুধবার একটি বাস রাস্তা থেকে ছিটকে গভীর খাদে পড়ে গেলে ২৭ জন নিহত হয়েছে। হাসপাতাল ও সরকারি কর্মকর্তারা এ কথা জানিয়েছেন।
তুরবাত শহর থেকে কোয়েটার দিকে যাওয়ার সময় বেলুচিস্তান প্রদেশের বাসিমা শহরে ভোরের দিকে বাসটি দুর্ঘটনার শিকার হয়।
স্থানীয় সরকারি কর্মকর্তা ইসমাইল মেনগাল বলেন, ‘চালক একটি পাহাড়ি এলাকায় মোড় দিয়ে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়।’
‘আমরা এখনও ঘটনার কারণ অনুসন্ধান করছি। এটা হতে পারে যে চালক ঘুমিয়ে পড়েছিলেন বা দ্রুত গতিতে ছিলেন। যার কারণে দুর্ঘটনা ঘটেছে।’
এতে চালকসহ আরো ২৫ জনের বেশি আহত হয়েছেন।
সিভিল হসপিটাল বাসিমার প্রধান চিকিৎসক নূর উল্লাহ এএফপি’কে বলেন, সেখানে তিন নারী ও দুই শিশুসহ ২৭ জনের লাশ নেওয়া হয়েছে।
প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ‘মর্মান্তিক দুর্ঘটনার জন্য গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।’ তার কার্যালয় এক বিবৃতিতে এ কথা জানিয়েছে।
১০ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ দিন ২ ঘন্টা ২৮ মিনিট আগে
৪ দিন ১১ ঘন্টা ৫৪ মিনিট আগে
৬ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে
৭ দিন ২১ ঘন্টা ২৫ মিনিট আগে
৮ দিন ৬ ঘন্টা ৩৫ মিনিট আগে
৯ দিন ৩ ঘন্টা ৫৪ মিনিট আগে
৯ দিন ১১ ঘন্টা ৭ মিনিট আগে