আগামী সপ্তাহে ভারত থেকে আমদানি করা পেঁয়াজ দেশে আসবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেছেন, নিত্যপণ্যের বাজার নিয়ন্ত্রণে সাপ্লাই চেইন মজবুত ও শক্তিশালী করতে কাজ করছে সরকার। শুক্রবার (১৫ মার্চ) সকালে রাজধানীতে ভোক্তা অধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় এসব কথা বলেন প্রতিমন্ত্রী।
রমজানে ছোলা, ডাল, চিনি ও ভোজ্যতেলের সরবরাহও ভালো বলেও জানান তিনি। আগামী সপ্তাহে ভারত থেকে আমদানির পেঁয়াজের প্রথম চালান আসবে। ক্রমান্বয়ে ৫০ হাজার টন আসবে দেশটি থেকে। টিসিবির মাধ্যমে একটি বাফার স্টক গড়ে তোলা হবে। এসময় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি গোলাম রহমান বলেন, ভোক্তার অধিকার পদে পদে লঙ্ঘিত হচ্ছে। মুনাফামুখী প্রবণতা বন্ধে কঠোর হওয়ার আহ্বান জানান তিনি। এছাড়া ভোক্তা অধিকারের মহাপরিচালক বলেন, সাপ্লাই চেইন মনিটরিং সেল অ্যাপের মাধ্যমে পণ্যের আমদানি, উৎপাদন, মজুদ,এবং বাজারজাত পরিস্থিতি পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে।
১ দিন ২ ঘন্টা ২২ মিনিট আগে
১ দিন ১১ ঘন্টা ৫২ মিনিট আগে
৩ দিন ২ ঘন্টা ৩৮ মিনিট আগে
৭ দিন ১ ঘন্টা ১৯ মিনিট আগে
৭ দিন ১১ ঘন্টা ২৪ মিনিট আগে
৮ দিন ১ ঘন্টা ২৫ মিনিট আগে
১৩ দিন ৬ ঘন্টা ১২ মিনিট আগে
১৪ দিন ৪৭ মিনিট আগে