রাজশাহী কলেজে ভাইভা দিতে এসে ছাত্রলীগ কর্মী আটক মিরসরাই এসোসিয়েশনের উদ্যোগে কালবৈশাখীতে ক্ষতিগ্রস্থ ও দুস্থ্য পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান সুন্দরবনে হরিণ মারার ফাঁসদড়ি ও দুটি নৌকা উদ্ধার শান্তিগঞ্জে পিক-আপের ধাক্কায় শিশু নিহত,গুরুতর আহত-১ শেরপুরের ঝিনাইগাতীতে ফরমালিনযুক্ত আমের দোকানে অভিযান, ফরমালিনযুক্ত আম ধ্বংসসহ ২টি দোকানে জরিমানা ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ও জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্ম বার্ষিকী পালনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত মসজিদ কমিটির মোতায়াল্লি, সভাপতি, মুয়াজ্জিন ও ক্যাশিয়ার একই ব্যক্তি !! পীরগাছায় পাঁচদিন ধরে জামে মসজিদে তালা কুমিল্লা ও ফরিদপুর বিভাগ চায় এনসিপি জাবিপ্রবিতে ইইই বিভাগে শিক্ষক সংকটে শিক্ষার্থীদের আল্টিমেটাম চীনের সঙ্গে চুক্তি, মোংলা বন্দর পরিণত হবে আধুনিক বাণিজ্যিক কেন্দ্রে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে ‘জুলাই ঐক্য’র আত্মপ্রকাশ সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার পেলেন যারা বড় ধরনের সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না নারী সংস্কার কমিশনের প্রস্তাবে কিছু প্রতিক্রিয়া আক্রমণাত্মক ঝিনাইগাতীতে ফরমালিনযুক্ত আমের দোকানে অভিযান, ফরমালিনযুক্ত বেশকিছু আম ধ্বংস চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা নওগাঁর বদলগাছির ‘নাক ফজলি আম’ জিআই পণ্যের স্বীকৃতি সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে রংপুর বিভাগে বদলি আদমদীঘিতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬ অভয়নগরের কামকুল বাজারে সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতা, বেড়ে যায় জনদুর্ভোগ

কুলিয়ারচরে ৩২ তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত

কিশোরগঞ্জের কুলিয়ারচরে (২০, ২১, ২২, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার) তিন দিন ব্যাপী ৩২ তম ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারী) উপজেলার গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে, লক্ষীপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় ও শেষ দিনের তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত হয়। প্রতিদিন বাদ আসর হইতে শুরু হয়ে মধ্য রাত পর্যন্ত মুফাসসিরিনে কেরামগণ তাফসীর পেশ করেন। 

তিনদিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিলের প্রথম দিন (২০ ফেব্রুয়ারী) মঙ্গলবার, লক্ষীপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি মেজর (অব:) মোহাম্মদ নুরুল ইসলাম এর সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল আবু বক্কর। 

কুরআন থেকে তাফসির পেশ করেন, মুফাসসিরিনে কেরাম : আল্লামা মুফতি ফয়জুল্লাহ নোমানী দা:বা: ঢাকা, আল্লামা মুফতি আতিকুল্লাহ দা:বা: নরসিংদী, আল্লামা মুফতি মহিউদ্দীন দা:বা: পরিচালক, মাদরাসা - ই ইসলামীয়া দারুল উলুম, সুধন্যপুর কুমিল্লা, আল্লামা আব্দুল কাইয়ুম খান দা:বা: প্রিন্সিপাল জামিয়া আরাবিয়া নুরুল উলুম, কুলিয়ারচর সহ স্থানীয় উলামায়ে কেরাম।

দ্বিতীয় দিন (২১ ফেব্রুয়ারী) বুধবার লক্ষীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাজী মোঃ আবদুল আউয়াল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট শিল্পপতি ও লক্ষীপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ মজিবুর রহমান (আতিক)। 

কুরআন থেকে তাফসির পেশ করেন, মুফাসসিরিনে কেরাম: আল্লামা মুফতি জিয়াউল করিম দা:বা: সাহেবজাদা পীর সাহেব, চরমোনাই। আল্লামা মুফতি মুজিবুল হক ফরায়েজী দা:বা:, মুহাদ্দিস, জামিয়া ফাতিমিয়া নারায়ণগঞ্জ। আল্লামা তাহির আহম্মদ জামলাবাদী দা:বা:, সুনামগঞ্জ সহ স্থানীয় উলামায়ে কেরাম।

তৃতীয় ও শেষ দিন (২২ ফেব্রুয়ারী) বৃহস্পতিবার, লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ এর সভাপতি ডা: মোঃ সালাউদ্দীন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ মশিউর রহমান। 

কুরআন থেকে তাফসির পেশ করেন, মুফাসসিরিনে কেরাম: আল্লামা মুফতি মুশতাকুন্নবী দা:বা:, মুহতামিম মাদরাসা - ই ইসলামীয়া দারুল উলুম, সুধন্যপুর কুমিল্লা।আল্লামা মুফতি মুজিবুল হক ফরায়েজী দা:বা:, মুহাদ্দিস, জামিয়া ফাতিমিয়া নারায়ণগঞ্জ। আল্লামা বাহাউদ্দীন দা:বা:, সাইকুল হাদীস, আব্দুল্লাহপুর জগৎচর মাদরাসা। 

উক্ত তাফসীরুল কুরআন মাহফিল পরিচালনা করেন, লক্ষীপুর বাজার কেন্দ্রীয় জামেমসজিদ এর ইমাম ও খতিব, হযরত মাও: এমরান হোসাইন।

সার্বিক সহযোগিতায় ছিলেন, লক্ষীপুর বাজার ব্যবসায়ী পরিচালনা কমিটির সহ-সভাপতি মো: মহসিন রানা এবং সাধারণ সম্পাদক মোঃ তৌফিক মিয়া।

উল্লেখ যে, উক্ত তাফসীরুল কুরআন মাহফিলে মহিলাদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যাবস্থা করা হয়। মাহফিলে হাজার হাজার নারী - পুরুষ মুসল্লীদের অংশগ্রহণে দেশ, জাতি ও মুসলিম জাহানের মঙ্গল কামনা করে আখেরি মোনাজাত পরিচালনা করেন, আল্লামা বাহাউদ্দীন দা:বা:, সাইকুল হাদীস, আব্দুল্লাহপুর জগৎচর মাদরাসা। 


আরও খবর