মিরসরাইয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্র সমাবেশ গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত পীরগাছায় জিয়া পরিষদের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল

স্নাতকের সব ক্লাসে উপস্থিত ছিলেন রুকাইয়া, পেলেন প্রধানমন্ত্রী স্বর্ণপদক

রোকাইয়া সালাম। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। রোকাইয়া স্নাতকের চার বছরের বিশ্ববিদ্যালয় জীবনে কখনোই একটিও অ্যাকাডেমিক ক্লাস বাদ দেননি। জীব ও ভূবিজ্ঞান অনুষদে সর্বোচ্চ সিজিপিএ পেয়ে প্রধানমন্ত্রী স্বর্ণপদকটা রেখেছেন নিজের হাতে। বর্তমানে স্পেনের একটি বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করছেন বেরোবির সাবেক এই শিক্ষার্থী।

ঝড়-বৃষ্টি উপেক্ষা করে সব ক্লাস করেছেন তিনি। ছোটবেলা থেকে মেধাবী শিক্ষার্থী হিসেবে পরিচিত ছিলেন। সেই কৃতিত্ব দেখাচ্ছেন আজও। নাটোরের সিংড়ায় জন্ম নেওয়া রোকাইয়ার বাবা পেশায় একজন প্রকৌশলী। মা ছিলেন ব্যবসায়ী। 


২০১১ সালে এসএসসি ও ২০১৩ সালে এইচএসসি পরীক্ষায় গোল্ডেন ‘এ’ প্লাস পান রোকাইয়া। এরপর ভর্তি হন বেরোবির দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগে। যদিও তার বাবা-মায়ের স্বপ্ন ছিল মেয়ে মেডিকেলে পড়বে, ডাক্তার হবে, মানুষের সেবা করবে। ভর্তি পরীক্ষায় তার মেডিকেলে চান্স হয়নি। এরই মধ্যে অন্যসব বিশ্ববিদ্যালয়ের আবেদনের তারিখও শেষ, একমাত্র বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাড়া। তখন তিনি বেরোবির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগে ভর্তি পরীক্ষা দেন এবং সুযোগ পেয়ে যান।


এই বিশ্ববিদ্যালয়ে ভর্তির ব্যাপারে তার বাবা-মা রাজি ছিলেন না। কিন্তু মেয়ের সিদ্ধান্তের বাইরে তারা তাকে আর চাপ দেননি। এরপর থেকে সেই পুরোপুরি ক্লাস করা শুরু করে দেয়। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে প্রত্যেকদিন ক্লাস করেন। চার বছরে কোনোদিনও কোনো ক্লাস বাদ দেননি। আর এই ধারাবাহিকতার ফলস্বরূপ জীব ও ভূবিজ্ঞান অনুষদে সর্বোচ্চ সিজিপিএ নিয়ে প্রথম হন। ফলে লাভ করলেন ‘প্রধানমন্ত্রী স্বর্ণপদক’। পরে পিএইচডি করার জন্য দেশের বাইরে চলে যান। 


রোকাইয়া সালাম বলেন, পড়ালেখার জন্য কোনো আলাদা কৌশল অনুসরণ করিনি। মন চাইলে পড়তাম, না চাইলে পড়তাম না। তবে কখনো ক্লাস ফাঁকি দেইনি। বিশ্ববিদ্যালয় জীবনে বন্ধুদের সঙ্গে প্রচুর ঘুরে বেড়িয়েছি।


তিনি বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে আমার পাশে থাকার জন্য আমার অ্যাকাডেমিক সুপারভাইজার ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলামের কাছে কৃতজ্ঞ। আমি নিজেই আমার ওপর হয়ত মাঝেমধ্যে ভরসা হারিয়ে ফেলতাম, কিন্তু তিনি কখনো ভরসা হারাননি। সব সময় পরম স্নেহে আমাকে উৎসাহ দিয়েছেন। চতুর্থ বর্ষে এসে স্যারের মাধ্যমে রিসার্চে হাতেখড়ি হয়। আমি ২০১৮ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত তার রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করেছি। এরপর ২০২১ সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর জেনোসাইড স্টাডিজ এ রিসার্চ অ্যাসোসিয়েট হিসেবে জয়েন করি। ২০২২ সালের সেপ্টেম্বরে রিজাইন করি। ২০২২ সালের সেপ্টেম্বরে আমি ইরাসমাস মানডাস জয়েন্ট মাস্টার্স স্কলারশিপ নিয়ে জিও স্পেশাল টেকনোলজিস সাবজেক্টে ইউরোপের স্পেন, জার্মানি এবং পর্তুগালে এলাম সেকেন্ড টাইম মাস্টার্স করতে। ফার্স্ট সেমিস্টার স্পেনে শেষ করে এখন আমি জার্মানিতে আছি সেকেন্ড সেমিস্টারের জন্য। 


রোকাইয়া ইসলাম আরো বলেন, আমার কাছে যেটা মনে হয়, সফলতা কখনো কাউকে অনুসরণ করে আসে না। সব সময় নিজের সঙ্গেই নিজেকে তুলনা করাটা বুদ্ধিমানের কাজ। নিজের সেলফ ডেভেলপমেন্ট কিসে হবে তা মাত্র সেই ব্যক্তিই জানে, অন্য কেউ নয়। কারণ নিজের দুর্বলতা কোথায় সেটা নিজেকেই খুঁজে বের করতে হয়, অন্য কেউ তা জানে না। নিজের দুর্বলতাগুলোর ওপর ধারাবাহিকভাবে কাজ করলে সফলতা আগে হোক পরে হোক ধরা দেবেই।


সাবেক এই শিক্ষার্থীর অনন্য অর্জন সম্পর্কে জানতে চাইলে দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. আবু রেজা মো. তৌফিকুল ইসলাম বলেন, রোকাইয়া অনেক মেধাবী একজন শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয়ের চার বছরে সে কখনো কোনো ক্লাস বাদ দেয়নি। সে বর্তমানে পিএইচডি করার জন্য স্পেনে আছে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হয়ে বিশ্বসেরা বিশ্ববিদ্যালয়ে পিএইচডি করার সে সুযোগ পেয়েছে, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য গর্বের। তার এই অর্জন আমার বিভাগের এবং একই সঙ্গে বিশ্ববিদ্যালয়েরও বলতে পারি।

Tag
আরও খবর