মিরসরাইয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্র সমাবেশ গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা কুলিয়ারচরে ঔষধ প্রশাসন এর জনসচেতনতা মূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত টাঙ্গাইলের মধুপুরে ব্যতিক্রম আয়োজন মধুপুরে ‘বর্ণমেলা’ অনুষ্ঠিত পীরগাছায় জিয়া পরিষদের আহবায়ক কমিটির তালিকা প্রকাশ লালপুরে আরসিসি ঢালাই কাজে অনিয়ম, ২৪ ঘন্টা না যেতেই রাস্তায় ফাঁটল

ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অংশ ঘোষণা পুতিনের

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-09-2022 03:42:23 pm

সংগৃহীত ছবি


বিতর্কিত গণভোটের পর ইউক্রেনের চার অঞ্চল খেরসন, জাপোরিঝিয়া, দোনেৎস্ক ও লুহানস্ককে আনুষ্ঠানিকভাবে রাশিয়ার অংশ হিসেবে ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। স্থানীয় সময় শুক্রবার (৩০ সেপ্টেম্বর) মস্কোর ক্রেমলিনে আয়োজিত এক অনুষ্ঠানে দেওয়া ভাষণে তিনি এই ঘোষণা দেন। অঞ্চলগুলোকে সব ধরনের রাষ্ট্রীয় প্রক্রিয়া মেনে পুরোপুরি অন্তর্ভুক্ত করতে আগামী ৪ অক্টোবর পর্যন্ত সময় লাগতে পারে।



যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।


পুতিন তার ভাষণে দোনেৎস্ক, লুহানস্ক, খেরসন ও জাপোরিঝিয়ার গণভোটের ফলাফলের দিকে ইঙ্গিত করে বলেন, ‘ফলাফল প্রকাশিত হয়েছে এবং আপনারা জানেন ফলাফল কী? জনগণ তাদের ইচ্ছার বহিঃপ্রকাশ ঘটিয়েছে এবং এটি একটি নির্ধারণী ঘোষণা।’


তিনি আরও বলেন, ‘আমি নিশ্চিত যে, ফেডারেল অ্যাসেম্বলি রাশিয়ান ফেডারেশনের চারটি নতুন অঞ্চলকে সংযুক্তির বিষয়টি অনুমোদন করবে। কারণ এটি লাখ লাখ মানুষের ইচ্ছা।’


এ সময় অনুষ্ঠানে উপস্থিতরা করতালি দিয়ে পুতিনের বক্তব্যকে স্বাগত জানান।


পুতিন তার ভাষণে ইউক্রেনের প্রতি অবিলম্বে যুদ্ধ বন্ধ করার আহ্বান জানিয়ে বলেন, ‘যে যুদ্ধ তারা ২০১৪ সালে শুরু করেছিল, সেই যুদ্ধ বন্ধে কিয়েভকে অবশ্যই আলোচনার টেবিলে ফিরে আসতে হবে। আমরা এর জন্য পথ খোলা রেখেছি এবং আমরা এটি বহুবার বলেছি।’


তিনি বলেন, ‘ইউক্রেন কর্তৃপক্ষকে অবশ্যই জনগণের ইচ্ছার অভিব্যক্তিকে সম্মান করতে হবে।’ এ সময় তিনি আরও বলেন, ‘আমরা আমাদের সমস্ত শক্তি ব্যবহার করে আমাদের ভূমি রক্ষা করব এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে যা যা করা প্রয়োজন, আমরা সবকিছুই করব।’


সম্প্রতি ইউক্রেনের চারটি অঞ্চল গণভোটের মাধ্যমে রাশিয়ার সঙ্গে সংযুক্ত হওয়ার বিষয়ে রায় দেয়। এসব অঞ্চলের নিরাপত্তার বিষয়ে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ শুক্রবার সাংবাদিকদের বলেন, ‘রাশিয়া ইউক্রেনের চারটি অঞ্চলকে যুক্ত করার অংশ হিসেবে এমন কিছু এলাকাকে রাশিয়ার সঙ্গে যুক্ত করবে, যা এখনও রাশিয়ার সৈন্যদের নিয়ন্ত্রণে আসেনি। এসব অঞ্চলের ওপর হামলা রাশিয়ার ওপর হামলা বলেই বিবেচিত হবে।’


এদিকে ইউক্রেনের চার অঞ্চলকে রাশিয়ার অঙ্গীভূত করার সিদ্ধান্তকে স্বীকৃতি না দেওয়ার ঘোষণা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এই সিদ্ধান্তকে ইউক্রেনের স্বাধীনতার চরম লঙ্ঘন হিসেবে অভিহিত করেছে সংস্থাটি। 


জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও নিউ ইয়র্ক সিটিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, চার অঞ্চলের রাশিয়ার সঙ্গে সংযুক্তির কোনো আইনি ভিত্তি নেই।


এদিকে বুধবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, রাশিয়া ইউক্রেনের নতুন এলাকা সংযুক্ত করলে দেশটির ওপর নতুন করে নিষেধাজ্ঞা দেয়া হবে। এর আগে গণভোটকে ‘ছদ্মভোট’ হিসেবে অভিহিত করেছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। দেশটি কখনোই ওই অঞ্চলগুলোর রাশিয়ায় অন্তর্ভুক্তিকে স্বীকৃতি দিবে না বলেও মন্তব্য করেন তিনি। 


আরও খবর