প্রকাশের সময়: 28-09-2022 04:14:04 pm
গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলে নানা আয়োজনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র ৭৬তম জন্মদিন উদযাপিত হয়েছে। এ উপলক্ষে হলে আলোচনা সভা , কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
২৮ সেপ্টেম্বর ২০২২ বেলা ২.৩০টায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শেখ রাসেল হলের পক্ষ থেকে প্রভোষ্ট জনাব এমদাদুল হক কর্মসূচির উদ্বোধন করেন। কর্মসূচিতে অংশগ্রহণ করেন সহকারী প্রভোষ্ট ইমদাদুল হক সোহাগ ও শাহাবুদ্দিন শিহাব , শেখ রাসেল হল শাখার ছাত্রলীগের নেতৃবৃন্দ ও কর্মচারীগণ।
দুপুর ২.৩০ টায় হলের ডাইনিং রুমে প্রভোষ্ট এমদাদুল হকের নেতৃত্বে আলোচনা সভা ও কেক কাটা কর্মসূচি অনুষ্ঠিত হয়। এরপরে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
আলোচনা সভায় হল প্রভোষ্ট, সহকারী প্রভোষ্ট ও ছাত্রলীগ কর্মীরা সহ হলের কর্মকর্তা-কর্মচারীগণ অংশগ্রহণ করেন।
সহকারী প্রভোষ্ট ইমদাদুল হক সোহাগ বলেন ''এখন বাংলাদেশের বিদ্যুতের দিকে তাকান, যে পরিমানে বিদ্যুত ভবিষ্যতে উৎপাদন হবে তা দিয়ে বাংলাদেশের ঘাঠতি পূরণ করে অন্য দেশে সাপ্লাই দেওয়াও সম্ভব। সব সম্ভব হয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের জন্য।''
হল প্রভোষ্ট এমদাদুল হক বলেন " আপনাদেরকে আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জীবনী পড়তে বলব। তোমরা তাকে আদর্শ হিসেবে নিতে পারলেই ভবিষ্যত জীবনে ভালো করতে পারবে। ''
বক্তব্যর পরে দোয়া শেষে কেক কাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে অনুষ্ঠান সমাপ্ত হয়।
২২ ঘন্টা ৪৫ মিনিট আগে
১ দিন ১ ঘন্টা ৪৯ মিনিট আগে
১ দিন ১৭ ঘন্টা ৪৩ মিনিট আগে
১ দিন ২০ ঘন্টা ৩৭ মিনিট আগে
৩ দিন ১৭ ঘন্টা ৫৮ মিনিট আগে
৩ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
৩ দিন ২০ ঘন্টা ৫৩ মিনিট আগে