কেমনে পড়ি এত পড়া
বই দেখে ঘুম পায়
স্যারের এত্তো বড় নোট
পেইন দেয় সারা গায়।
সারাদিন শুধু লেখাপড়া
পড়া-তো নয় যেনো যুদ্ধ লড়া
মেধাবীরা মনে করে
এ-তো খুবই সোজা।
সারা বছর ধরিনা বই
থাকি মোবাইল নিয়ে
পড়তে বসলে মন চলে যায়
খেলার মাঠ দিয়ে।
কেউ পড়ে শব্দ করে
কেউ পড়ে নীরবে
কেউবা পড়ে রাত জেগে
আর কেউ নড়েচড়ে।
মাথার মধ্যে চিন্তা আমার
করতে হবে পাশ
না হলে যে মায়ের হাতে
খেতে হবে বাঁশ।
এস. এ. বিথী রহমান
কবি
সুন্দরগঞ্জ, গাইবান্ধা।
১০ দিন ৫ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৭ দিন ৪ ঘন্টা ৪৩ মিনিট আগে
২১ দিন ২২ ঘন্টা ৪৬ মিনিট আগে
২২ দিন ১৩ ঘন্টা ২২ মিনিট আগে
২৩ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
২৩ দিন ১৩ ঘন্টা ২৭ মিনিট আগে
২৪ দিন ১৬ ঘন্টা ৫২ মিনিট আগে
২৫ দিন ১০ ঘন্টা ৩৬ মিনিট আগে