ইতালি বাংলাদেশ থেকে আরও কর্মী নিয়োগ করতে আগ্রহী : প্রধান উপদেষ্টাকে মাত্তেও ফের বাড়ল সোনার দাম, কাল থেকেই কার্যকর উর্দু ভাষায় পাকিস্তান মাতাবে সিয়ামের ‘জংলি’, চলছে ডাবিং কালীগঞ্জে কিশোরী উদ্ধারে এসে হামলার শিকার যশোরের তিন পুলিশ সদস্য ও এক গৃহবধূ মিরসরাইয়ে তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে ছাত্র সমাবেশ গলায় লিচু আটকে প্রাণ গেল শিশুর অবশেষে বদলি হলেন ৫ যুবককে হেনেস্তাকারী ইসলামপুর সার্কেলের সেই এএসপি বানিয়াচংয়ে দুপক্ষের সংঘর্ষে আহত অর্ধশতাধিক সাতক্ষীরায় বিজিবি’র অভিযানে কাটাগ্রা ট্যাবলেট, ১০ বোতল মদসহ ৬ লক্ষাধিক টাকার মালামাল আটক হাসনাত আব্দুল্লাহর উপর হামলার প্রতিবাদে মোংলায় বিক্ষোভ শামীম ওসমান পরিবারের দুই সহযোগী সন্ত্রাসী গ্রেপ্তার সাতক্ষীরায় আম সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক মধুপুরে বিএনপি নেতর বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল মধুপুরে সাবেক বিএনপি নেতার বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল নালিতাবাড়ীতে পরিবেশ, জলবায়ু পরিবর্তন, ও দুর্যোগের ঝুঁকি হ্রাস বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে দুর্নীতি বিরোধী বিষয়ক ফোকাল পার্সনদের দুর্নীতি ও এর প্রতিরোধ এবং তথ্য অধিকার আইন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত ডোমারে আল্লাহর রাসুল (সাঃ)-কে কটুক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান ঝিনাইদহের কালীগঞ্জে ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক আশাশুনি সদরের হাটবাজার ও আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের নামে বন্দোবস্তের আবেদনকৃত প্রস্তাবিত খাস জমি পরিদর্শন ঝিনাইগাতীতে পেট্রোলের দোকানে অভিযান, ৪টি দোকানে ২৭ হাজার টাকা জরিমানা

কলেজ ছাত্রের ৪৫ দিনে আয় ৬০থেকে৭০ হাজার টাকা

সিরাজগঞ্জের সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের দিয়ারকালিয়া গ্রামের কলেজ ছাত্র নিরব, টাইগার মুরগী পালন করে  ৪৫ দিনে আয় করেন ৬০থেকে৭০ হাজার টাকা

এছাড়া নীরবের ৪৫ দিনে সবমিলিয়ে  ফার্মে ব্যয় হয় ১ লক্ষ ৬০ হাজার টাকা বিপরীতে আয় হয় ২ লক্ষ ২০ থেকে ৩০ হাজার টাকা। সেক্ষেত্রে ৪৫ দিনে আয় হয় ৬০থেকে৭০ হাজার টাকা।

নিরবের বাবা পেশায় একজন রাজমিস্ত্রী ও গৃহিণী মার সংসারে চার ভাইবোনের মধ্যে নীরব সবার বড়। সদ্য এসএসসি পরীক্ষা দেয়া স্কুলের গন্ডি পেরোনো তরুণ নীরব সেখ ছোট বেলা থেকেই উদ্যমী, কর্মমুখী ও নিজের প্রয়াসে কিছু করার চেষ্টা তার। ২০১৮ সাল থেকে যখন থেকে নীরব ষষ্ঠ শ্রেণীর ছাত্র তখন আশেপাশের কিছু খামার থেকে বাড়ির গরু লালন পালনের ঘরে কিছু মুরগী পালনের ইচ্ছে পোষণ করে সে। শুরুতে ৮০ হাজার টাকা পুঁজিতে ৮০০ সোনালী মুরগী দিয়ে মুরগীর খামার শুরু করলেও প্রথমেই ২৩ হাজার টাকা লস হয় নীরবের। কিন্তু দমে থাকার পাত্র সে নয়। বাবা মায়ের সাহসে আবার পূর্ণদ্যমে সে খামার শুরু করে। একদিন সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকের কল্যাণে সে জানতে পারে টাইগার মুরগীর কথা। তারপরেই সে নিজ উদ্যোগেই চট্রগ্রাম থেকে সংগ্রহ করে টাইগার মুরগী। এভাবেই একাগ্রতা, নিষ্ঠা আর পরিশ্রমের মাধ্যমে গড়ে ওঠে স্বপ্নের নীরব টাইগার পোল্ট্রি ফার্ম। মূলত এই খামারে ছোট বড় মিলিয়ে মোট ২৫০০ টাইগার মুরগী রয়েছে। তার মধ্যে ১ হাজার টাইগার মুরগী উৎপাদনক্ষম। যা থেকে ৪৫ দিনে নীরব আয় করে ৬০থেকে৭০ হাজার টাকা। এই টাইগার মুরগীর ডিম থেকে ইনকিউবেটরের মাধ্যমে ২১ দিনে বাচ্চা ফুটিয়ে সেই বাচ্চা বিক্রি করেই হয় মূল আয়। পাশাপাশি ডিম ও বড় মুরগী বিক্রি করেও হচ্ছে আয়। টাইগার মুরগী ৪০থেকে৪৫ দিনে ওজন ১ কেজি হয়। পাশাপাশি এই মুরগীর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো হওয়ায় স্বাচ্ছন্দে পালন করা যায়। নীরব তার ফার্ম থেকে প্রতিদিন গড়ে ৩০০ এর অধিক ডিম সংগ্রহ করে থাকে। পড়াশোনার পাশাপাশি নিজের ফার্মকে ধীরে ধীরে গড়ে তুলে বেশ খুশী নীরব। সেই সাথে তার কাজে বাবা-মার পূর্ণ সমর্থন পেয়ে উৎফুল্ল সে। নিজেকে সফল উদ্যোক্তা না ভেবে সামনে তার এই স্বপ্নের খামারকে আরও বড় করে গড়ে তুলতে চাইলেন সকলের দোয়া পাশাপাশি যারা নতুন শুরু করতে চাচ্ছে তাদের স্বল্প থেকে শুরু করার পরামর্শ দিলেন তিনি।নীরবের এই সাফল্যে খুশী তার বাবা-মা। ছেলেকে পূর্ণ সমর্থন দিয়ে পড়াশোনার পাশাপাশি কাজ করতে অনুপ্রেরণা দিয়েছেন তারা। নীরবের কর্মমুখী পরিশ্রম ও একাগ্রতায় গর্ববোধ করেন তারা। নীরবের কাজে সব সময় সহযোগিতা থাকে তাদের। সেই সাথে ছেলের সুন্দর ভবিষ্যতের জন্য সকলের দোয়া চাইলেন তারা।

এলাকাবাসী বলেন, নীরব এখন রোল মডেল। তাকে দেখে অনেকেই এমন উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখছেন। অনেকেই নিচ্ছেন তার কাছ থেকে পরামর্শ। এতো অল্প বয়সেই একজন সফল উদ্যোক্তা হওয়ায় গর্ববোধ করেন নীরবের গ্রামের মানুষ ও তার স্বজনেরা।

আরও খবর