কৃত্রিমতায় আমাকে খুঁজতে যেও না,
খুঁজে পাবেনা।
আমি বিশুদ্ধতার ঘোলাটে'তেই স্বাচ্ছন্দ্যবোধ করি।
কৃত্রিমতায় মুগ্ধতা থাকলেও
বিশুদ্ধতা নেই,
কৃত্রিমতা! উজ্জলতার ঝলমলে সাময়িক আকর্ষণ করলেও,
তাহা ক্ষনস্থায়ী বলেই আমি মনে করি।
মনে রেখ! বিশুদ্ধতা, প্রকৃতির আরেক রুপ,
যা একান্তই প্রকৃতির কাছাকাছি না গেলে,
অন্তরের অন্তস্থল দৃষ্টিপাত না করলে
উপলব্ধি করা অসম্ভব।
নারী মানেই আমাকে কৃত্রিমতার ঘোলাটে
আবদ্ধ থাকতে হবে,
নয়ত পাত্রপক্ষ আমাকে পছন্দ করবে না।
এসব কতিপয় বিষয় গুলো
সেই ছোট বেলা থেকেই
মা ঠাকুমা'রা মাথায় গাথতে চেষ্টা করল,
কিন্তু আমি বন্দী দুনিয়ার বুকে
শৃঙ্খলহীন এক পাখি,
মুক্ত আকাশের বুকে সর্বত্রকরণ উড়ার আমার
স্বপ্ন জোড়া আখি।
আমাকে চিনতে হলে
চোখ মেলতে হবে
কৃত্রিমতার বেরাজালের বাহিরে।
নারী হিসেবে পারা না পারার মাপ কাঠিতে
মেপে নয়,
সৌন্দর্যের আলোয় মেপে নয়
খুঁজতে হবে, বুঝতে হবে বিশুদ্ধতার ঘোলাটে'তেই।
১০ দিন ৬ ঘন্টা ৯ মিনিট আগে
১৭ দিন ৪ ঘন্টা ৫৩ মিনিট আগে
২১ দিন ২২ ঘন্টা ৫৬ মিনিট আগে
২২ দিন ১৩ ঘন্টা ৩২ মিনিট আগে
২৩ দিন ২ ঘন্টা ২৯ মিনিট আগে
২৩ দিন ১৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
২৪ দিন ১৭ ঘন্টা ২ মিনিট আগে
২৫ দিন ১০ ঘন্টা ৪৬ মিনিট আগে