নীলফামারীর ডোমার চিলাহাটি থেকে দিবাকালিন ‘চিলাহাটি এক্সপ্রেস’ এর চলাচল উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ সকাল সাড়ে দশটায় ভার্চুয়ালী যুক্ত থেকে এই অঞ্চলের দীর্ঘদিনের প্রত্যাশিত এই রেলসেবার উদ্বোধন করেন তিনি।
চিলাহাটি প্রান্তে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেলপথ মন্ত্রী নূরুল ইসালাম সুজন।
সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন সরকার, সংসদ সদস্য রাবেয়া আলিম ছাড়াও বিভাগীয় ও জেলা প্রশাসন, রেঞ্জ ও জেলা পুলিশের শীর্ষ কর্মকর্তাগণ ছাড়াও রেলপথ বিভাগের উর্দ্ধতন কর্মকর্তাগন উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।
৮০০জন যাত্রী নিয়ে চিলাহাটি থেকে শনিবার ছাড়া সপ্তাহের বাকি ছয়দিন সকাল ছয়টায় ঢাকার উদ্দেশ্যে ট্রেনটি রওনা হবে।
প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, রেলকে ধ্বংস করেছিলো বিএনপি-জামাত। আওয়ামীলীগ রেলকে পুনরুজ্জিবিত করেছে, রেললাইন সম্প্রসারণ ও নতুন নতুন কোচ এবং লোকোমোটিভ এনে রেলের আওতা বাড়িয়েছে। এরফলে নিরাপদ এবং স্বাচ্ছন্দে গণপরিবহন হিসেবে ট্রেনে যাতায়াত করতে পারছেন যাত্রীরা। আগামীতে এশিয়ান রুটে রেল যুক্ত হচ্ছে বলে জানান প্রধানমন্ত্রী।
আগামী ৭জুন থেকে আনুষ্ঠানিক ভাবে চিলাহাটি-ঢাকা রুটে যাত্রী নিয়ে চলাচল শুরু করবে চিলাহাটি এক্সপ্রেস।
১১ দিন ১৯ ঘন্টা ১৮ মিনিট আগে
১২ দিন ২২ ঘন্টা ৪০ মিনিট আগে
৩১ দিন ৭ ঘন্টা ১১ মিনিট আগে
৩৪ দিন ২২ ঘন্টা ১ মিনিট আগে
৪৩ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
৪৪ দিন ২ ঘন্টা ৯ মিনিট আগে
৪৪ দিন ৩ ঘন্টা ২ মিনিট আগে
৪৪ দিন ২৩ ঘন্টা ২৬ মিনিট আগে