আমি কবিতা লিখি কবিতাকে ভালোবেসে,
আমার কবিতায় শুধু রুপকথারা হেসে-বেড়ায়।
আমার কবিতায় নেই কোনো রুপরাজ্যের বসবাস,
আমি কবিতা লিখি আমারা একাকিত্বের সঙ্গী হতে।
আমার কবিতা আমার বস্তবতায় ধরা দেয় না,
আমার কবিতায় কেউ তার নিজেকে হারিয়ে ফেলে না।
আমার কবিতায় কেউ তার সুপ্ত সেই অনুভূতি খুঁজে ফিরে না,
আমার কবিতা কারো জন্য বসন্তের ফুল ফোটায় না।
আমার কবিতায় নেই ভালোবাসার আর্তনাদ,
আমার কবিতায় নেই কারো প্রতি ভালোবাসার উল্লাস।
আমার কবিতায় নেই কোনো এক অজানা প্রতিবাদ,
আমার কবিতায় নেই কোনো এক রুপময়ীর অজুহাত।
আমার কবিতা আমারই কাল্পনিক ছন্দে হাসে,
আমার কবিতা শুধু ভালোবেসে লিখতে জানে।
আমার কবিতা শুধু কাল্পনিক রুময়ীর কথা বলে,
আমার কবিতা অচেনা স্নিগ্ধময়ীর মায়ায় পথ চলে।
আমার কবিতা ভাঙাবেনা কারো অভিমান,
আমার কবিতা নিঃশব্দ মনে ফিরাবে না প্রাণ।
আমার কবিতা প্রাণহীন ভালোবাসায় থাকবে ধাবমান,
আমার কবিতা স্বপ্ন বিলাসী হয়ে নির্ঘুম রাত কাটায় না
আমার কবিতা কোনো নীলান্বনার অপেক্ষার প্রহোর গুণবেনা।
১০ দিন ১০ ঘন্টা ৫০ মিনিট আগে
১৭ দিন ৯ ঘন্টা ৩৪ মিনিট আগে
২২ দিন ৩ ঘন্টা ৩৭ মিনিট আগে
২২ দিন ১৮ ঘন্টা ১৩ মিনিট আগে
২৩ দিন ৭ ঘন্টা ৯ মিনিট আগে
২৩ দিন ১৮ ঘন্টা ১৮ মিনিট আগে
২৪ দিন ২১ ঘন্টা ৪২ মিনিট আগে
২৫ দিন ১৫ ঘন্টা ২৭ মিনিট আগে