মসজিদ কমিটির মোতায়াল্লি, সভাপতি, মুয়াজ্জিন ও ক্যাশিয়ার একই ব্যক্তি !! পীরগাছায় পাঁচদিন ধরে জামে মসজিদে তালা কুমিল্লা ও ফরিদপুর বিভাগ চায় এনসিপি জাবিপ্রবিতে ইইই বিভাগে শিক্ষক সংকটে শিক্ষার্থীদের আল্টিমেটাম চীনের সঙ্গে চুক্তি, মোংলা বন্দর পরিণত হবে আধুনিক বাণিজ্যিক কেন্দ্রে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি নিয়ে ‘জুলাই ঐক্য’র আত্মপ্রকাশ সাংবাদিকতার ‘নোবেল’ পুলিৎজার পেলেন যারা বড় ধরনের সংস্কার রাজনৈতিক ঐকমত্য ছাড়া বাস্তবায়ন করা হবে না নারী সংস্কার কমিশনের প্রস্তাবে কিছু প্রতিক্রিয়া আক্রমণাত্মক ঝিনাইগাতীতে ফরমালিনযুক্ত আমের দোকানে অভিযান, ফরমালিনযুক্ত বেশকিছু আম ধ্বংস চিকিৎসকের সঙ্গে দেখা করতে পারবেন না ওষুধ কোম্পানির প্রতিনিধিরা নওগাঁর বদলগাছির ‘নাক ফজলি আম’ জিআই পণ্যের স্বীকৃতি সাংবাদিককে কারাদণ্ড দেওয়া সেই ইউএনওকে রংপুর বিভাগে বদলি আদমদীঘিতে পুলিশের অভিযানে মাদকসহ গ্রেপ্তার ৬ অভয়নগরের কামকুল বাজারে সামান্য বৃষ্টিতেই জলবদ্ধতা, বেড়ে যায় জনদুর্ভোগ ৬ দফা দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর বাকৃবির শিক্ষার্থীদের স্মারকলিপি ভিসি স্বাক্ষর না করায় তিনমাস আটকে আছে পরীক্ষা: ববি শিক্ষক গাইবান্ধা থেকে অপহৃত পল্লীচিকিৎসক তিনদিন পর বগুড়া থেকে উদ্ধার। সুন্দরবনের দুর্ধর্ষ ডাকাত করিম শরীফ বাহিনীর ২ সহযোগী অস্ত্র-গোলাবারুদসহ আটক সাতক্ষীরায় প্রযুক্তির সহায়তায় নারী প্রকল্পের ফ্রিল্যান্সর প্রশিক্ষণ শেষে ল্যাবটপ বিতরণ নোয়াখালীতে ১১ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

বঙ্গোপসাগরে জলদস্যুর উৎপাত, আতঙ্কে জেলেরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 30-08-2022 01:21:10 am

ফাইল ছবি

◾ নিউজ ডেস্ক


ইলিশ আহরণের ভরা মৌসুমে বঙ্গোপসাগরে জলদস্যুর উৎপাত বেড়েছে বলে অভিযোগ করেছেন মৎস্যজীবীরা। তারা বলছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নজরদারির শিথিলতার কারণে সাগরের বিভিন্ন চ্যানেলে জলদস্যুরা মাথাচড়া দিয়েছে। এতে চরম আতঙ্কে রয়েছেন জীবিকার তাগিদে সাগরে মাছ ধরতে যাওয়া জেলেরা।


চট্টগ্রাম মহানগরীর ফিশারিঘাট মৎস্য সমবায় সমিতির সভাপতি আমিনুল হক বলেন, ‘নিষেধাজ্ঞা কাটিয়ে সামুদ্রিক মাছ বিশেষ করে ইলিশ আহরণের ভরা মৌসুমে সাগরে জলদস্যুদের উৎপাত বেড়েছে। বিষয়টি আমরা আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে জানিয়েছি।’  


তিনি আরও বলেন, চলতি মৌসুমে এমনিতেই আশানুরূপ ইলিশ আহরণ না হওয়ায় দাম কমছে না। তার ওপর জলস্যুদের উৎপাত পুরো মৎস্যখাতকে অস্থিতিশীল করে তুলছে। এ ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। কিন্তু প্রশাসন জেলেদের বিরুদ্ধে অভিযান পরিচালনায় যতটা উৎসাহ দেখায় সাগরে নিরাপত্তা নিশ্চিতে ততটা উদাসীনতার পরিচয় দেয়। এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক।’


◾যা ঘটেছে


চট্টগ্রাম মহানগরীর ফিশারিঘাট মৎস্য সমবায় সমিতির এই নেতা জানান, গত ২৬ আগস্ট রাতে বঙ্গোপসাগরের হাতিয়া সন্দ্বীপ চ্যানেলের মাঝামাঝি কালিরচর এলাকায় মাছ ধরার নয়টি ট্রলারে হানা দিয়েছে জলদস্যুরা। এ সময় জেলেদের অস্ত্রের মুখে জিম্মি করে কোটি টাকার ইলিশ, জেলেদের ব্যবহৃত মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নেয়। লুট শেষে ট্রলারের ইঞ্জিন বিকল করে ডিজেল নিয়ে যায় জলদস্যুরা।


এর আগে গত ২৮ জুলাই বঙ্গোপসাগরে মাছ ধরতে যাওয়া ১০টি ট্রলারে হানা দেয় জলদস্যুরা। এ সময় আহরিত মাছ, ট্রলারের মূল্যবান যন্ত্রাংশ ও মোবাইল ফোনসহ বিভিন্ন সামগ্রী লুট করে নিয়ে যায় তারা। শেষে ট্রলারের ইঞ্জিনে ভাঙচুর চালায়। জেলেরা বাধা দিলে তাদের মারধর করা হয়।


২০১২ সালে সুন্দরবনের জলদস্যুতা দমনের জন্য সরকার একটি টাস্কফোর্স গঠন করে। র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা ২০১৬ সালের ৩১ মে থেকে ২০১৮ সালের জানুয়ারি পর্যন্ত সুন্দরবনসহ উপকূলীয় এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানে কথিত বন্দুকযুদ্ধে অর্ধশত জলদস্যু নিহত হয়। 


এ ছাড়া চট্টগ্রামের আনোয়ারা ও বাঁশখালী এবং কক্সবাজারের কুতুবদিয়া ও মহেশখালীতেও চিহ্নিত কয়েকজন জলদস্যু সর্দার কথিত বন্দুকযুদ্ধে প্রাণ হারান। এ সময় বাঁশখালী ও কক্সবাজারসহ বিভিন্ন এলাকায় তৎপর পাঁচ শতাধিক জলদস্যু ৪৭০টি আগ্নেয়াস্ত্র ও সাড়ে ২২ হাজার গুলিসহ র‌্যাবের কাছে আত্নসমর্পণ করেন।


◾যা বলছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী


কোস্টগার্ড পূর্বাঞ্চলের কমান্ডার ক্যাপ্টেন কাজী শাহ আলম বলেন, ‘সাগরে দস্যুতার অভিযোগ পাওয়ার পর তদন্ত শুরু হয়েছে। কোস্টগার্ডের সদস্যরা সাগরে জেলেসহ সংশ্লিষ্ট সবার নিরাপত্তা নিশ্চিতে নিয়মিত টহলের পাশাপাশি সব ধরনের তৎপরতা অব্যাহত রেখেছেন। আশা করি, স্বল্প সময়ের মধ্যেই আমরা লুটতরাজে জড়িতদের আইনের আওতায় আনতে সক্ষম হব।’


নৌপুলিশ চট্টগ্রাম অঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘বঙ্গোপসাগরের মতো বিশাল জলরাশিতে অভিযান পরিচালনার ক্ষেত্রে আমাদের লজিস্টিক সাপোর্ট ও সক্ষমতা এখনও পরিপূর্ণ নয়। যে কারণে বিভিন্ন বাহিনীর সঙ্গে সমন্বয় করে জলদস্যুদের অপতৎপরতা রুখে দিতে আমরা প্রতিনিয়ত কাজ করে যাচ্ছি। সাগরে জলসীমা নিরাপদ রাখতে আমরা বদ্ধপরিকর।’


সামুদ্রিক মৎস্য খাতের সঙ্গে সংশ্লিষ্টরা জানান, উপকূলে সংঘবদ্ধ জলদস্যু চক্রের সদস্যরা ভারী অস্ত্র নিয়ে সাগরে অবস্থানরত বিদেশি জাহাজ ও ফিশিং ট্রলারে হানা দিয়ে লুটপাট চালিয়েছে। গত বছর কেবলমাত্র পূর্বাঞ্চলেই শতাধিক ফিশিং ট্রলারে লুটতরাজ চালানো হয়েছে। 


র‌্যাব-৭ এর চান্দগাঁঁও কার্যালয়ের অধিনায়ক এম এ ইউসুফ বলেন, জলদস্যু নির্মূলে সব স্টেশনের সঙ্গে সমন্বয় করে কর্মপরিকল্পনা প্রণয়ন করা হচ্ছে। র‌্যাবের অভিযানের মুখে সাগরে জলদস্যু বাহিনীর উৎপাত নিয়ন্ত্রণের মধ্যে রয়েছে। জলদস্যু সর্দারের অনেকে কারাগারে রয়েছেন। যারা জামিনে বেরিয়ে এসেছেন তাদের গতিবিধির ওপর নজর রাখা হচ্ছে। ইতোমধ্যে দস্যুতার যেসব ঘটনা সংঘটিত হয়েছে সেগুলো খতিয়ে দেখা হচ্ছে।



আরও খবর