দূরের আকাশে রক্তিম সূর্য হাসে
ধ্রুবতারা ভাসে সন্ধ্যা সাজে
ঈদের চাঁদ দেখার খুশিতে
কত আনন্দ ধরনীর মাঝে।
এলো আবার ঈদের খুশি
হ্দয়ের গভীর উচ্ছাসিত প্রাণে
ঈদের খুশিতে মায়ার বন্ধনে
শিশুরা খুশি নতুন জামা পেয়ে।
সেমাই, পেলাও, মিষ্টান্ন খেয়ে
মন পবিত্র হয়ে মসজিদে গিয়ে
ঈদের খুশিতে ছেলে বাড়িতে এলে
মাতা অকারণ ভাসে অশ্রুজলে।
গরীব মানুষেরা দুঃখী যেন না থাকে
খুশির এই আনন্দে
বৈষম্য দূর হোক প্রীতির বন্ধনে।
স্বর্ণা তালুকদার
কবি
রাঙ্গুনিয়া, চট্টগ্রাম।
১১ দিন ২ ঘন্টা ১৯ মিনিট আগে
১৮ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে
২২ দিন ১৯ ঘন্টা ৬ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ৪২ মিনিট আগে
২৩ দিন ২২ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৪ দিন ৯ ঘন্টা ৪৬ মিনিট আগে
২৫ দিন ১৩ ঘন্টা ১১ মিনিট আগে
২৬ দিন ৬ ঘন্টা ৫৬ মিনিট আগে