স্বামী হারা সখিনা বিবি
গোলপাতার ঘর,
বান বাতাসে ছাওনি উড়ে
নাই যে মনে ঢর।
দিনে পড়ে সূর্যের কিরণ
রাতে চান্দের আলো,
বৃষ্টির পানি গায়ে পড়ে
ঘর অন্ধকার কালো।
মানুষের বাড়ি কাজ করে
আনে দুমুঠো খাবার,
মোটা কাপড়ে সুখ খুঁজে
অল্পতেই সন্তুষ্ট আবার।
মহিষী নারী সখিনা বিবি
অল্প-যে তার আয়,
সঞ্চয় খানি বিলিয়ে দেয়
এতিম দুঃখী খায়।
মনের ধনী সখিনা বিবি
নতুন গাঁয়ে থাকে,
মনুষ্যত্বের সে মহা নারী
চিনে সবে তাকে।
গোলাপ মাহমুদ সৌরভ
কবি ও ছড়াকার
ব্রাহ্মণবাড়িয়া, বাঞ্ছারামপুর।
১১ দিন ২ ঘন্টা ১২ মিনিট আগে
১৮ দিন ৫৬ মিনিট আগে
২২ দিন ১৮ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৩ দিন ৯ ঘন্টা ৩৫ মিনিট আগে
২৩ দিন ২২ ঘন্টা ৩১ মিনিট আগে
২৪ দিন ৯ ঘন্টা ৩৯ মিনিট আগে
২৫ দিন ১৩ ঘন্টা ৪ মিনিট আগে
২৬ দিন ৬ ঘন্টা ৪৯ মিনিট আগে