ঈদে প্রচারের জন্য নির্মিত হয়েছে ‘তোমার হতে চাই’ শিরোনামে এক নাটক। যে নাটকে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ও তানজিন তিশা। নাটকটিতে এখানে রাব্বী চরিত্রে দেখা যাবে তৌসিফকে আর অবনী চরিত্রে তানজিন তিশা।
একটি ছবি তোলার স্টুডিও ঘিরে নাটকটির গল্প। যার মালিক ফটোগ্রাফার রাব্বী। তার স্টুডিওতে একটি পাসপোর্ট সাইজের ছবি তুলতে আসে মহল্লার মেয়ে অবনী। এরপর নাটকের গল্প আগাতে থাকে নানা চড়াই-উৎরাইয়ের মধ্য দিয়ে
নাটকটি নির্মাণ করেছন জাকারিয়া সৌখিন। নিজের চিত্রনাট্যে সিএমভির ব্যানারে নির্মাণ করেছেন তিনি।
নির্মাতা সৌখিন বলেন, ‘পাড়ায়-মহল্লায় ছবি তোলার স্টুডিও ঘিরে এমন অসংখ্য প্রেমের গল্প হতো আগে। কালের বিবর্তনে এখন ছবিঘর প্রায় বিলুপ্তির পথে। আমি চেষ্টা করেছি ৯০ দশকের সেই স্টুডিও কেন্দ্রিক প্রেমময় ঘটনার রেশ তুলে ধরতে। যেন দর্শকরা নস্টালজিক হয়ে ওঠেন।’
এস কে সাহেদ আলীর প্রযোজনায় ‘তোমার হতে চাই’ নাটকটি উন্মুক্ত হবে সিএমভি’র ইউটিউব চ্যানেলে, আসছে ঈদে।
১ দিন ৯ ঘন্টা ৩৬ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ৫ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ৫১ মিনিট আগে
১৬ দিন ২ ঘন্টা ৫০ মিনিট আগে
১৭ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
২২ দিন ৮ ঘন্টা ৪২ মিনিট আগে
২৩ দিন ৪ ঘন্টা ৩৮ মিনিট আগে
২৬ দিন ৪ ঘন্টা ২৮ মিনিট আগে