আজ ভালোলাগা, কাল প্রিয়জন
প্রয়োজন বনে যায়।
হয়ত আগামী নিছক ভ্রান্তি-
প্রয়োজনে পাশে চায়।
আজকের কেউ, কাল সে আপন,
পর-ও যে হতে পারে
দুনিয়ায় কিছু চিরকাল নয়
সময়ের অনুসারে।
তবুও জীবন একলা চলায়
কখনো যে যায় দমে
মননের ঘরে নিছকই একক
অনুভূত ক্রমে ক্রমে।
ভালোলাগা আর ভালোবাসা বলে
হয়ত কিছুই নেই
তবু মায়া আর স্মৃতি পিছুটান
আবেগটা জাগাবেই।
আসলে আবেগই নিত্য সত্য
যতই ক্ষণস্থায়ী
সেখানেই যত ভালোলাগা থাকে,
কেবলই অন্তর শায়ী।
জগতে সত্য জীবন -মৃত্যু
পথ চলা-টিকে থাকা
কখনো লড়াই নিজের সঙ্গে
কখনো সাজিয়ে রাখা।
ভালো মন্দের জীবন জেনেছে
ভালো থাকবার সুখ
কিছু আশা আর প্রত্যাশা ঘিরে
চেষ্টা জীবন্মুখ।
রিম্পা ষড়ংগী
কবি,
কলকাতা, ভারত।
৯১ দিন ৬ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৩১ দিন ৫ ঘন্টা ৩১ মিনিট আগে
২৫১ দিন ৫ ঘন্টা ২ মিনিট আগে
২৫৪ দিন ১৮ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৬২ দিন ৬ ঘন্টা ৫৩ মিনিট আগে
২৭৩ দিন ২ ঘন্টা ৪৭ মিনিট আগে
২৭৩ দিন ৪ ঘন্টা ১ মিনিট আগে
৩০৭ দিন ২ ঘন্টা ২৮ মিনিট আগে