উখিয়ার পালংখালীতে মাদকের চালান ক্রয়-বিক্রয়কালে ডিএনসির আভিযানিক দল বিজিবির সহায়তায় আইস, ইয়াবা, নগদ টাকা ও মুঠোফোনসহ ৪জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, গত ২১মে রাতের প্রথম প্রহর ২টারদিকে উখিয়া উপজেলার পালংখালী ইউপির মোহাম্মদ আব্দুল মজিদের বাড়িতে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফার নেতৃত্বে ৩৪বিজিবি ব্যাটালিয়নের সদস্যদের সহায়তায় একটি আভিযানিক টিম অভিযানে যায়। মাদকের চালান হস্তান্তর ও লেনদেন করার সময় আব্দুল মজিদের পুত্র সাইফুল ইসলাম বাপ্পি (২৭), স্থানীয় নুরুল আমিন (৩৭),মাদকের চালান নিতে আসা চ্ট্গ্রামের আবু সাঈদ মোঃ সোহান (৩০) এবং আতাউল হাকিম (২৬) কে গ্রেফতার করা হয়। পরে তল্লাশী চালিয়ে ২৫০গ্রাম আইস, ৬হাজার ইয়াবা, নগদ ১লাখ ৫৯হাজার ৫শ টাকা ও ৪টি মুঠোফোন জব্দ করা হয়।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ সিরাজুল মোস্তফা জানান,দীর্ঘদিন ধরে এই চক্রটি মরণ নেশা বিভিন্ন মাদকদ্রব্য ক্রয়, মওজুদ ও বিক্রয় করে আসছে। ডিএনসি তাদের উপর নজরদারী বৃদ্ধি করে। অবশেষে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে ধৃতদের বিরুদ্ধে উখিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ মামলা দায়েরের পর থানায় সোর্পদ করা হয়েছে। ###
৯ দিন ১৫ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৩ দিন ১৭ ঘন্টা ৪৭ মিনিট আগে
২০ দিন ১৬ ঘন্টা ২২ মিনিট আগে
২৪ দিন ২৩ ঘন্টা ৮ মিনিট আগে
২৮ দিন ১৯ ঘন্টা ২৬ মিনিট আগে
৩০ দিন ১৬ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩০ দিন ২৩ ঘন্টা ৩ মিনিট আগে
৩২ দিন ১৬ ঘন্টা ১৯ মিনিট আগে