কক্সবাজারের উখিয়ায় আশ্রিত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন ( এপিবিএন)।
মঙ্গলবার (২ এপ্রিল) বাংলাদেশ পুলিশের সহযোগীতায় উখিয়াস্থ রোহিঙ্গা ক্যাম্প সমূহে ইফতার সামগ্রী বিতরণ করেন এপিবিএন।
রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তায় নিয়োজিত ৮ এপিবিএন এর অধিনায়কের উপস্থিতিতে ক্যাম্পে আশ্রিত অপেক্ষাকৃত গরীব ও দুস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে চাল, ডাল, ছোলা, চিনি ও সয়াবিন তেল বিতরণ করা হয়।
গরিব ও দুস্থ এসব রোহিঙ্গারা খাদ্য সামগ্রী পেয়ে খুবই আনন্দিত এবং বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ইফতার সামগ্রী পেয়ে রহিমা বেগম বলেন, খুব ভাল লাগছে। এই রমজানে কিছু প্রয়োজনীয় ইফতার সামগ্রী দিয়েছেন পুলিশ। আমরা তাদের জন্যে মন থেকে দোয়া করব।
শফিউল আলম নামের একজন বলেন, রমজানে চাল, ডাল, ছোলা খুবই প্রয়োজনীয় সামগ্রী। আমার পরিবারের ৬ সদস্যের জন্যে এসব খুব বেশি উপকরী হবে। এপিবিএন পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মো. আমির জাফর জানান, অসহায়, গরীব ও দুস্ত রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে রমজান উপলক্ষে কিছু প্রয়োজনীয় ইফতার সামগ্রী দেওয়া হয়েছে। আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে
৯ দিন ২১ ঘন্টা ১৯ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ২৩ মিনিট আগে
২০ দিন ২১ ঘন্টা ৫৮ মিনিট আগে
২৫ দিন ৪ ঘন্টা ৪৪ মিনিট আগে
২৯ দিন ১ ঘন্টা ২ মিনিট আগে
৩০ দিন ২২ ঘন্টা ১৯ মিনিট আগে
৩১ দিন ৪ ঘন্টা ৩৯ মিনিট আগে
৩২ দিন ২১ ঘন্টা ৫৬ মিনিট আগে