কক্সবাজারের উখিয়ায় আর্মড পুলিশ ব্যাটালিয়ন (৮ এপিবিএন) এর গাড়ীর ধাক্কায় মো. সাজ্জাদ (৮) এক শিশু নিহত হয়েছে।
রোববার(৩১মার্চ)রাত ৯টার দিকে উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে।
নিহত শিশুটি রাজাপালং ইউনিয়নের তুতুরবিল এলাকার রফিক আলমের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেন উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, রাত আনুমানিক ৯টার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ডাক্তার দেখিয়ে গাড়ির জন্য মায়ের সাথে অপেক্ষা করছিল।এসময় সাজ্জাদ মায়ের সাথে রাস্তায় দাঁড়িয়েছিল। এসময় দ্রুত গতির একটি সাদা রঙের মাইক্রোবাস যার নম্বর (ঢামে- চ-৫৩-১১৩৯), তাকে ধাক্কা দেয়। এতে সাজ্জাদ গুরুতর আহত হয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. শামীম হোসেন বলেন, পরিবারের সাথে কথা বলে লাশ হস্তান্তর করা হয়েছে।
৮ এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন জানান,আমাদের ব্যাটেলিয়ানের একটি গাড়ির ধাক্কায় এক শিশু নিহত হয়েছে। শিশুটির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আমরা পরিবারের সাথে কথা বলেছি। স্থানীয় চেয়ারম্যান সাহেব উপস্থিত ছিলেন। পরিবারটির পাশে থাকব ইনশাআল্লাহ।চালকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
৯ দিন ২১ ঘন্টা ১৬ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ২০ মিনিট আগে
২০ দিন ২১ ঘন্টা ৫৫ মিনিট আগে
২৫ দিন ৪ ঘন্টা ৪১ মিনিট আগে
২৯ দিন ৫৯ মিনিট আগে
৩০ দিন ২২ ঘন্টা ১৬ মিনিট আগে
৩১ দিন ৪ ঘন্টা ৩৬ মিনিট আগে
৩২ দিন ২১ ঘন্টা ৫৩ মিনিট আগে