উখিয়ায় জমির বিরোধের জের ধরে সংঘর্ষে ৫ জন গুরুতর আহত ও বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
২৮/৩/২০২৪ ইং (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক ৪ টায় উখিয়া রাজা পালং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ঘিলাতলি পাড়ার মৃত সিরাজ মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে বলে জানা যায় ।
সূত্রে জানা যায়, উখিয়া রাজাপালং ইউনিয়নের ৬নং ওয়ার্ডের শীলের ছরা গ্রামের বাসিন্দা চাঁদ মিয়া ও সৈয়দ মিয়া গং রা বেশ কিছু সন্ত্রাসী লোকজন সম্মিলিত হইয়া উখিয়া সদর ঘিলাতলী পাড়ার মৃত সিরাজ মিয়ার বসতভিটাটি অসহায়ত্বের সুযোগ নিয়ে জবরদখল করার উদ্দেশ্যে দীর্ঘদিন ধরে অপচেষ্টা চালিয়ে আসছিল। এই বিষয়ে জখমী(বাদী) রাজিয়া বেগমের স্বামী আহত মো: ইব্রাহিম বিজ্ঞ আদালতে (মামলা নম্বর- ২১/২০২৪ ইং) একটি মামলা দায়ের করে। মামলার বিষয়টি চাঁদ মিয়া ও সৈয়দ মিয়া গং রা জানিতে পারিলে ক্ষীপ্ত হইয়া আবারও ভাড়াটিয়া বেশ কিছু সন্ত্রাসী লইয়া ২৮/৩/২০২৪ ইং (বৃহস্পতিবার) বিকাল ৪ টায় জবরদখল করার মানষে জোরপূর্বক সিরাজ মিয়ার বসতভিটায় বেশ কয়েকটি বৈদ্যুতিক মিটার স্থাপনা করতে গেলে অসহায় মৃত সিরাজ মিয়ার পরিবারের লোকজন বাধা দিলে ১নং বিবাদী চাঁদ মিয়ার পুত্র সৈয়দ হামজা(২৮) সৈয়দ মিয়ার ৪ পুত্র যথাক্রমে- হেলাল উদ্দিন (২৫) রফিক উদ্দিন (২২) জালাল উদ্দিন (৩৫) নাসির উদ্দিন (৪০) সহ ভাড়াটিয়া সংঘবদ্ধ সন্ত্রাসীরা লাঠি-সোটা লোহার রড,ধারালো অস্ত্র দিয়ে সম্মিলিতভাবে হামলা চালালে মৃত সিরাজ মিয়ার পরিবার প্রাণে বাঁচবার জন্য পালিয়ে বসত ঘরে ঢুকে পড়লে, সন্ত্রাসীরা লাথি মেরে ঘরের দরজা ভেঙে ঘরে ঢুকে বেধড়ক মারধর করে মৃত সিরাজ মিয়ার স্ত্রী রমিজা খাতুন(৬০) পুত্র মোহাম্মদ ইব্রাহিম (৩৫) মোহাম্মদ ইসমাইল (১৯) পুত্রবধূ রাজিয়া বেগম (৩২) ও মৃত বদিউর রহমানের পুত্র আবুল বাশার (২৫) নুরুল বছর (২৮) কে গুরুতর জখমি করে এবং বাদি রাজিয়া বেগমের গলায় থাকা স্বর্ণের চেইন অ্যান্ড্রয়েড মোবাইলসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল ছিনিয়ে নিয়ে ঘরে থাকা আসবাবপত্রসহ অন্যান্য মালামাল ভাঙচুর করে তছনছ করে দে। সবকিছু নিঃস্ব করে যাওয়ার সময় তাদেরকে প্রাণে মারার হুমকি দিয়ে চলে যায়।
আহতদের গুরুতর জখমী অবস্থায় উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রাখা হয়েছ। এ বিষয়ে রাজিয়া বেগম বাদী হয়ে সন্ত্রাসীদের বিরুদ্ধে মামলা দায়ের করার প্রক্রিয়া চালিয়ে যাচ্ছে বলে জানা যায়।
৯ দিন ২১ ঘন্টা ৯ মিনিট আগে
১৩ দিন ২৩ ঘন্টা ১২ মিনিট আগে
২০ দিন ২১ ঘন্টা ৪৮ মিনিট আগে
২৫ দিন ৪ ঘন্টা ৩৩ মিনিট আগে
২৯ দিন ৫২ মিনিট আগে
৩০ দিন ২২ ঘন্টা ৮ মিনিট আগে
৩১ দিন ৪ ঘন্টা ২৯ মিনিট আগে
৩২ দিন ২১ ঘন্টা ৪৫ মিনিট আগে