বনবিভাগ উখিয়া রেঞ্জের সদর বিটের আওয়াতাধীন হাতিমোড়া এলাকায় পাহাড় কাটার সময় একটি মিনি-ড্রাম্পট্রাক জব্দ করা হয়েছে।
(১৭ মার্চ) রবিবার দুপুর ৩ টার দিকে উখিয়া সদর বিটের হাতিমোরা দক্ষিনপাড়া ৮ নং ওয়ার্ড এলাকায় সরকারি সংরক্ষিত বনভূমির পাহাড় কাটার সময় অভিযান পরিচালনা করে এ গাড়ি জব্দ করা হয়। গাড়িটি উখিয়ার টাইপালং এলাকার পুতু কোম্পানির বলে জানা যায় ।
বনবিভাগ সুত্রে জানা যায়, হাতিমোরা এলাকার পুতু কোম্পানি সহ বেশ কয়েকজন ব্যক্তি অবৈধ ডাম্পার কিনে সংরক্ষিত বন বিভাগের পাহাড় কেটে মাটি পাচার বাণিজ্য চালিয়ে আসছে দীর্ঘদিন ধরে। আমরা অবৈধ ডাম্পার, করাত কল,বালি পাচার সহ বনাঞ্চল রক্ষার্থে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে যাচ্ছি।
এরি ধারাবাহিকতায় হাতিমোরা এলাকায় সরকারি বনাঞ্চলের পাহাড় কাটার খবর পেয়ে তৎক্ষনাৎ সদর বিট কর্মকর্তা এমদাদুল হাসান রনি,দৌছড়ী বিট কর্মকর্তা সাজ্জাদুজ্জানসহ স্টাফরা অভিযানকালে ডাম্পার গাড়ি ফেলে কৌশলে পালিয়ে যায় বনখকোরা।
এ বিষয়ে গাজী শফিউল আলন জানান, পাহাড় কাটার সাথে যারা জড়িত এবং প্রকৃত আসামীদের বিরুদ্ধে বন আইন অনুযায়ী মামলা করা হবে।বনাঞ্চলে অবৈধ কর্মকান্ড করে কেউ পার পাবে না। আমার নিয়োজিত বিট কর্মকর্তা সহ বন কর্মীরা সদা তৎপর রয়েছে সরকারি বনভূমি রক্ষার্থে।
১০ দিন ২ ঘন্টা ৪৭ মিনিট আগে
১৪ দিন ৪ ঘন্টা ৫০ মিনিট আগে
২১ দিন ৩ ঘন্টা ২৬ মিনিট আগে
২৫ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
২৯ দিন ৬ ঘন্টা ৩০ মিনিট আগে
৩১ দিন ৩ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩১ দিন ১০ ঘন্টা ৭ মিনিট আগে
৩৩ দিন ৩ ঘন্টা ২৩ মিনিট আগে