কক্সবাজারের উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তুলাতলী গ্রামে পারিবারিক কলহের জের ধরে গলায় ফাঁস লাগিয়ে এক নারী আত্মহত্যা করেছে।
এ ঘটনার পর থেকে স্বামী পলাতক রয়েছে। স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। সে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তুলাতলী গ্রামের বাহাদুর রহমানের স্ত্রী রিমা আক্তার প্রকাশ ইয়াছমিন (২৬)।
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে উখিয়ার রত্নাপালং ইউনিয়নের তুলাতলী গ্রামে এ ঘটনা ঘটে। উখিয়ার রত্নাপালং ইউনিয়নের সংরক্ষিত মহিলা সদস্য পুতুল রানী বড়ুয়া বলেন, আমি পরিষদের একটি মিটিংয়ে ছিলাম। শুনেছি বাহাদুর স্ত্রী আত্মহত্যা করেছে।
নিকট আত্মীয় স্বজনের দাবি, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। তারা এ ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান। এ ঘটনার খবর পেয়ে উখিয়া থানার একটি টিম ঘটনাস্থলে যায়।সেখান লাশ উদ্ধার করে উখিয়া থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
১০ দিন ৩ ঘন্টা ৪ মিনিট আগে
১৪ দিন ৫ ঘন্টা ৭ মিনিট আগে
২১ দিন ৩ ঘন্টা ৪৩ মিনিট আগে
২৫ দিন ১০ ঘন্টা ২৮ মিনিট আগে
২৯ দিন ৬ ঘন্টা ৪৭ মিনিট আগে
৩১ দিন ৪ ঘন্টা ৪ মিনিট আগে
৩১ দিন ১০ ঘন্টা ২৪ মিনিট আগে
৩৩ দিন ৩ ঘন্টা ৪০ মিনিট আগে