উখিয়া থানার কুতুপালং বাজারের এমএসএফ হাসাপাতালের সামনে ট্রাকের ধাক্কায় অটো রিকশায় থাকা যাত্রী মৌলভী ইদ্রিস নামক এক রোহিঙ্গা নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৫ জন যাত্রী। আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
বুধবার (৬ মার্চ) সকাল সাড়ে ১০টায় এ ঘটনা ঘটে। একইদিক থেকে আসা একটি ট্রাক যাত্রীবাহী অটোকে পেছন দিক থেকে সজোরে ধাক্কা দিলে এঘটনা ঘটে। এতে ঘঘটনাস্থলেই নিহত হয় মৌলভী ইদ্রিস।উখিয়া থানার শাহপরীর হাইওয়ে এর উপ পরিদর্শক নাজমুল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যান এবং গাড়ী দুইটি হাইওয়ে পুলিশের হেফাজতে নেন।নাজমুল প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানান, টমটমে চড়ে কুতুপালং বাজার থেকে বালুখালী যাওয়ার পথে এঘটনা ঘটে। এসময় আহতদের উদ্ধার করে এমএসএফ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকফা মৌলভী ইদ্রিসকে মৃত বলে জানান উদ্ধারকারীদের।
পেছন দিক থেকে ধাক্কা দেয়া ট্রাকটির নম্বর-ঢাকা মেট্রো-ট-১৬৪৭৯৮ বলে জানান পুলিশের এ কর্মকর্তা।নিহত রোহিঙ্গা মৌলভী ইদ্রিস ক্যাম্প-১৪ এর ব্লক-এ-৫ এ বসবাস করতেন। এছাড়াও আহতরা হলেন, পালংখালী ঘোনারপাড়া আব্দুস সালামের ছেলে ড্রাইভার খায়রুল বাশার (৪০) আব্দুল বাশারের ছেলে নুরুল আমিন (৫০), কলিম উল্যাহ (২০), রহিমা খাতুন (৫০), নুর হাসিম (১২)।
১০ দিন ৭ ঘন্টা ২৬ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ৩০ মিনিট আগে
২১ দিন ৮ ঘন্টা ৫ মিনিট আগে
২৫ দিন ১৪ ঘন্টা ৫১ মিনিট আগে
২৯ দিন ১১ ঘন্টা ৯ মিনিট আগে
৩১ দিন ৮ ঘন্টা ২৬ মিনিট আগে
৩১ দিন ১৪ ঘন্টা ৪৬ মিনিট আগে
৩৩ দিন ৮ ঘন্টা ২ মিনিট আগে