কক্সবাজারের উখিয়ায় নানা কর্মসূচির মধ্যে দিয়ে পালিত হয়েছে জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪। এবারের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার। কর্মসূচি মধ্যে ছিল বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা।
আজ মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।
আলোচনা সভায় রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন, উপজেলা প্রকৌশলী রোকনুজ্জামান খান, উখিয়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শামীম হোসেন, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাক্তার সৈয়দ হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ উল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাহমুদ হোসেন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল মামুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরী সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
সভায় স্মার্ট বাংলাদেশ গঠনে সরকারের বাস্তবায়িত বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নের পাশাপাশি তৃণমূল পর্যায়ে নাগরিক সেবা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করা হয়েছে।
১০ দিন ৭ ঘন্টা ২৮ মিনিট আগে
১৪ দিন ৯ ঘন্টা ৩১ মিনিট আগে
২১ দিন ৮ ঘন্টা ৭ মিনিট আগে
২৫ দিন ১৪ ঘন্টা ৫২ মিনিট আগে
২৯ দিন ১১ ঘন্টা ১১ মিনিট আগে
৩১ দিন ৮ ঘন্টা ২৮ মিনিট আগে
৩১ দিন ১৪ ঘন্টা ৪৮ মিনিট আগে
৩৩ দিন ৮ ঘন্টা ৪ মিনিট আগে