কক্সবাজারের উখিয়ার মরিচ্যা এলাকায় মাটি চাপা পড়ে মোহাম্মদ আলম নামের এক রোহিঙ্গা শ্রমিকের মৃত্যু হয়েছে।এসময় আরো দুইজন আহত হয়।নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে বলে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শামীম হোসেন জানিয়েছেন।
শুক্রবারে (২ ফেব্রুয়ারি) বিকেল ৫ টায় পশ্চিম মরিচ্যা ঢালারমুখ নামক স্থানে এই ঘটনা ঘটে।
স্থানীয়দের তথ্য মতে, দীর্ঘদিন ধরে বনবিভাগসহ সংশ্লিষ্টদের ম্যানেজ করে স্থানীয় খুইল্লা মিয়ার ছেলে মো. দেলোয়ার বিশাল পাহাড় কেটে মাটি পাচার করে আসছিল। প্রতিদিনের মতো পাহাড় কর্তনকালে শুক্রবারে বিকালে পাহাড় ধ্বসে পড়ে ঘটনাস্থলে সে মারা যায়।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শামীম হোসেন জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
১০ দিন ১১ ঘন্টা ৪৩ মিনিট আগে
১৪ দিন ১৩ ঘন্টা ৪৬ মিনিট আগে
২১ দিন ১২ ঘন্টা ২২ মিনিট আগে
২৫ দিন ১৯ ঘন্টা ৭ মিনিট আগে
২৯ দিন ১৫ ঘন্টা ২৬ মিনিট আগে
৩১ দিন ১২ ঘন্টা ৪৩ মিনিট আগে
৩১ দিন ১৯ ঘন্টা ৩ মিনিট আগে
৩৩ দিন ১২ ঘন্টা ১৯ মিনিট আগে