নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শ্রীমঙ্গলে যুবলীগ নেতা জুয়েলের বিরুদ্ধে অবৈধ বালু উত্তোলনের অভিযোগ

  • অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে এলাকার সুইসগেটসহ সরকারি নানা স্থাপনা ঝুঁকিতে 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার মির্জাপুর ইউনিয়নের বড়ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় যুবলীগ নেতা জুয়েল মিয়ার বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, তার নেতৃত্বে একটি প্রভাবশালী চক্র সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দীর্ঘদিন ধরে এ কর্মকাণ্ড চালিয়ে আসছে। 

অপরিকল্পিতভাবে বালু উত্তোলনের ফলে এলাকায় বিপর্যয়ের সৃষ্টি হয়েছে। কয়েক কোটি টাকা ব্যয়ে নির্মিত সুইসগেট, সেতু এবং দিনারপুর চা বাগানের প্লান্টেশন এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইতোমধ্যে সুইসগেটটির পেছনের অংশ দেবে গেছে এবং চা বাগানের একাংশ ছড়ায় নিমজ্জিত হয়েছে। এলাকাবাসী ও কৃষকরা বলছেন, সুইসগেট ভেঙে গেলে ২০ থেকে ২৫ হাজার কৃষক চাষাবাদ করতে পারবেন না, যা তাদের জীবিকা বিপন্ন করবে।

বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সাধারণ সম্পাদক শেখ সবুজ আলম বলেন, ‘২০০৬-০৭ অর্থবছরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ এই এলাকার সাতটি গ্রামের ২০-২৫ হাজার মানুষের শুষ্ক মৌসুমে সেচের পানির উৎস হিসেবে এই বড়ছড়া সুইসগেটটি নির্মাণ করে। এর ফলে এই এলাকায় প্রান্তিক কৃষকরা শুষ্ক মৌসুমে সেখানে চাষাবাদ করে তাদের জীবন-জীবিকা নির্বাহ করে থাকেন। অথচ এই বালু দস্যুদের কারণে আমরা আজ ক্ষতিগ্রস্থ। ২০১৭ সাল থেকে আমরা এই ছড়া থেকে বালু উত্তোলন বন্ধের জন্য সরকারের উচ্চ পদস্থ বিভিন্ন মহলে লেখালেখি করে আসছি। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় থাকার কারনে উনারা আমাদের সেই দাবিটি আমলে নেয়নি। আওয়ামী রাজনৈতিক ছত্রচ্ছায়ায় তারা দীর্ঘদিন যাবত বালু তুলে যাচ্ছে। আমাদের সুইসগেটটি যেকোন সময় উল্টে যেতে পারে। এটি উল্টে গেলে ২০-২৫ হাজার কৃষক চাষাবাদ করতে পারবে না। ফলে অনাহারে-অর্ধাহারে দিন কাটাবে। তাই প্রশাসনের কাছে দ্রুত বালু উত্তোলন বন্ধ করার পদক্ষেপ নিতে জোর দাবি জানাচ্ছি।

এলাকার বড়ছড়া পানি ব্যবস্থাপনা সমবায় সমিতি লিমিটেডের সভাপতি মো. মছদ্দর আলী জানান, তারা উচ্চ আদালতে রিট করলেও আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে বালু উত্তোলন অব্যাহত রয়েছে। তিনি প্রশাসনের কাছে দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অবৈধ বালু উত্তোলনের কারণে গ্রামের অভ্যন্তরীণ সড়ক ও চা বাগানের মেঠোপথ ক্ষতিগ্রস্ত হয়েছে। ট্রাক ও ট্র্যাক্টরের ভারে সড়কগুলো ভেঙে পড়ছে। দিনারপুর চা বাগানের জ্যেষ্ঠ সহকারী ব্যবস্থাপক মীর জহির উদ্দিন বাবর বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের ফলে বাগানের রাস্তা এবং প্লান্টেশন এলাকা মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে। 

স্থানীয় কৃষক শফিক মিয়া ও ইসহাক মিয়া জানান, বালু উত্তোলনের ফলে সুইসগেট ভেঙে গেলে তাদের চাষাবাদ বন্ধ হয়ে যাবে। এতে হাজারো পরিবার দুর্ভোগে পড়বে। 

যুবলীগ নেতা জুয়েল মিয়া দাবি করেছেন, তিনি বৈধভাবে বড়ছড়া থেকে বালু উত্তোলনের লিজ নিয়েছেন। 

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইসলাম উদ্দিন জানান, এ বিষয়ে তদন্ত চলছে। স্থানীয় প্রশাসন বলছে, বালু উত্তোলনের বিষয়ে খনিজ মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে। 

এলাকার সচেতন মহল এবং কৃষকরা আশা করছেন, প্রশাসন দ্রুত ব্যবস্থা নিয়ে তাদের জীবন-জীবিকা এবং পরিবেশ সুরক্ষায় কাজ করবে। 

Tag
আরও খবর