মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা বার্ষিক পরিদর্শন করেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, বিপিএম, পিপিএম (বার)।
সোমবার (২৪ মার্চ) পুলিশ সুপার শ্রীমঙ্গল থানায় এসে পৌঁছালে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভুষন রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ আমিনুল ইসলাম ও পুলিশ পরিদর্শক (অপারেশন) তাপস চন্দ্র রায় পুলিশ সুপার-কে ফুলেল শুভেচ্ছা জানান। এ সময় পুলিশ সুপারকে থানা পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।
সালাম ও অভিবাদন গ্রহণ শেষে পুলিশ সুপার শ্রীমঙ্গল থানার বিভিন্ন রেজিস্ট্রার পত্রাদি পর্যবেক্ষন করেন এবং থানার সার্বিক কার্যক্রম পরিদর্শন ও বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন। পরে পুলিশ সুপার মোঃ মনজুর রহমান, বিপিএম, পিপিএম (বার) শ্রীমঙ্গল থানা প্রাঙ্গনে ফলজ বৃক্ষ রোপন করেন।