মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ৩ নং সদর ইউনিয়নের বিষামনি বাজারে সোমবার ১৮ সেপ্টেম্বর বিকেলে শ্রীমঙ্গল থানার উদ্যোগে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক(তদন্ত) মোঃ আমিনুল ইসলাম, ইউনিয়ন পরিষদের সদস্য লিটন মিয়া।
এছাড়াও বিষামনি বাজার কমিটির সভাপতি, সেক্রেটারি, বাজার ব্যবসায়ীবৃন্দ এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উক্ত বিট পুলিশিং সভায় বিষামনি বাজারে দোকান চুরি রোধে স্থানীয়ভাবে পাহারাদার নিয়োগের জন্য পরামর্শ প্রদান করা হয়। এছাড়া এলাকায় মাদক, জুয়ার বিরুদ্ধে সাধারণ জনগণকে সচেতন করে আসন্ন দূর্গা পূজায় আইনশৃঙ্খলা রক্ষায় সকলকে একসাথে কাজ করার আহবান জানানো হয়। যে কোনো আইনগত সমস্যায় সরাসরি থানায় গিয়ে পুলিশি সেবা গ্রহণের জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার।
২ দিন ৪ ঘন্টা ১০ মিনিট আগে
৩ দিন ৩ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ৫ ঘন্টা ০ মিনিট আগে
৫ দিন ৮ ঘন্টা ১৩ মিনিট আগে
১২ দিন ৪ ঘন্টা ৫৯ মিনিট আগে
১৬ দিন ১০ ঘন্টা ১১ মিনিট আগে
১৮ দিন ৫৫ মিনিট আগে
২৪ দিন ১ ঘন্টা ৫৪ মিনিট আগে