মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পারফরমেন্স বেজড ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস (PBGSI) স্কিমের উদ্দেশ্য, স্কিমের অধীনে বিভিন্ন পুরস্কার, অনুদান বিষয়ে অবহিতকরণ ও সংশ্লিষ্টদের ভূমিকা সর্ম্পকে দিক নির্দেশনামূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। শ্রীমঙ্গল উপজেলা মাধ্যমিক শিক্ষা বিভাগের আয়োজনে বৃহস্পতিবার (২৫ মে) সকালে ১০টায় ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় এর হলরুমে অনুষ্ঠিত ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সর্ম্পকিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরীর সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর দীপ চাঁন কানু, শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়, মৌলভীবাজার জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মো. ফজলুর রহমান, শ্রীমঙ্গল উপজেলে মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগ সভাপতি অর্ধেন্দু কুমার দেব বেভুল। দিনব্যাপী ওয়ার্কশপে শ্রীমঙ্গল উপজেলার সকল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, সহকারি শিক্ষক ও ম্যানেজিং কমিটির সভাপতিগণ উপস্থিত ছিলেন।
১ দিন ১৩ ঘন্টা ১৩ মিনিট আগে
২ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ১৪ ঘন্টা ৪ মিনিট আগে
৪ দিন ১৭ ঘন্টা ১৬ মিনিট আগে
১১ দিন ১৪ ঘন্টা ৩ মিনিট আগে
১৫ দিন ১৯ ঘন্টা ১৪ মিনিট আগে
১৭ দিন ৯ ঘন্টা ৫৯ মিনিট আগে
২৩ দিন ১০ ঘন্টা ৫৭ মিনিট আগে