নাগেশ্বরীতে যুব উন্নয়ন অধিদপ্তরাধীন আইসটি কম্পিউটার এ্যান্ড নেটওয়ার্কিং প্রশিক্ষণের উদ্বোধন। রংপুর অঞ্চল অচল করে দেয়ার হুমকি দিলেন বিএনপির নেতাকর্মীরা লাখাই ডি সি রোডে শুকানো হচ্ছে গরুর খাদ্য খড়,যানচলাচলে দুর্ঘটনার আশঙ্কা। ইলিশ ধরা শুরু,জেলে পল্লীতে উৎসবের আমেজ ঋণ আর দাদনের আতংক শ্যামনগরে তিন বখাটের ভ্রাম্যমান আদালতে কারাদণ্ড শ্রীপুরে হেফাজতে ইসলামের বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাগুরায় শিক্ষার্থীকে শ্লীলতাহানী মামলায় অভিযুক্ত শিক্ষকের বিচারের দাবিতে মানববন্ধন এসএসসি পরীক্ষার্থীকে ইভটিজিং করায় ৩ বখাটে কারাগারে আশাশুনি সর্বজন শ্রদ্ধেয় অবসরপ্রাপ্ত শিক্ষক কালিপদ রায় আর নেই গাড়িতে হামলা, আহত হাসনাত ঝিনাইগাতীতে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় নকলের দায়ে ৩ শিক্ষার্থী বহিষ্কার পদ্মায় জেলের জালে আটক দুই কাতল ৯৫ হাজার টাকায় বিক্রি দৌলতদিয়া যৌনপল্লী থেকে হেরোইনসহ ইউপি সদস্য গ্রেফতার । রাখাইনে ‘মানবিক করিডর’ নিয়ে সরকার কোনো চুক্তি করেনি: ড. খলিলুর রহমান এবার কোরবানিযোগ্য পশু সোয়া কোটি, উদ্বৃত্ত থাকতে পারে ২০ লাখ ভিসির বিরুদ্ধে ফুঁসে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় সারিয়াকান্দিতে বজ্রপাতে দুই ভাইয়ের মৃত্যু বাংলাদেশ প্রাইভেট ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক ওনার্স এসোসিয়েশনের কমিটি গঠন নিরাপত্তা নিশ্চিতের পরই মিয়ানমারে ফিরবে রোহিঙ্গারা: পররাষ্ট্র উপদেষ্টা ডোমারে স্কাউট ভবন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন

শেরপুরে বিপ্লবী রবি নিয়োগী’র ১১৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা

ব্রিটিশ বিরোধী আন্দোলনের সিংহপুরুষ, যুগ যুগান্তরের মানবমুক্তির লড়াকু সৈনিক বিপ্লবী রবি নিয়োগী’র ১১৫তম জন্মবার্ষিকী উদ্‌যাপন উপলক্ষে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়েছে শেরপুরে। সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষ পরিচালনা পর্ষদের আয়োজনে ২৬ এপ্রিল শনিবার সকালে শহরের খরমপুর এলাকার মোবারক ড্রয়িং আর্ট একাডেমীতে এ চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে প্লে শ্রেণি থেকে ১০ম শ্রেণি পর্যন্ত পৃথক ৪টি গ্রুপে শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। সিনিয়র সাংবাদিক সুশীল মালাকার ও বিপ্লবী রবি নিয়োগী’র নাতি প্রকৌশলী শুভজিৎ নিয়োগী এ চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ৪টি গ্রুপের প্রত্যেককে সনদপত্র ও বিপ্লবী রবি নিয়োগী’র জীবনী সম্বলিত পুস্তিকা প্রদান করা হয়। প্রত্যেক গ্রুপের ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারীকে আগামী ৩০ এপ্রিল বুধবার সন্ধ্যায় শহরের নিউমার্কেট সাংবাদিক বিপ্লবী রবি নিয়োগী সভাকক্ষে জন্মবার্ষিকীর অনুষ্ঠানে পুরস্কার প্রদান করা হবে। এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন সরকারি ভিক্টোরিয়া একাডেমীর সাবেক প্রধান শিক্ষক ভাস্কর হারুন-অর-রশীদ। তাকে সার্বিক সহায়তা করেন জনউদ্যোগ শেরপুর কমিটির আহ্বায়ক আবুল কালাম আজাদ, চিত্রশিল্পী মোবারক হোসেন, মিঠুন কোচ, উদীচী জেলা সংসদের সহ-সভাপতি এস.এম. আবু হান্নান। চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীরা হলেন : ক-গ্রুপে (প্লে-প্রথম শ্রেণি, ইচ্ছেমতো) রাজবল্লভপুর রামকিশোর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ম শ্রেণি পড়ুয়া উম্মে হাবিবা অথৈ প্রথম, আইডিয়াল প্রিপারেটরি এন্ড হাইস্কুলের নার্সারি শ্রেণির প্রত্যাশা দ্বিতীয় এবং নবারুণ পাবলিক স্কুলের ১ম শ্রেণির শিক্ষার্থী আবরার আওসাফ নুহাদ তৃতীয় হয়েছেন। খ-গ্রুপে (২য়-৩য় শ্রেণি, গ্রামীণ দৃশ্যাবলি) প্রথম হয়েছে শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণির শিক্ষার্থী পূর্বা সেন, দ্বিতীয় উইজডম ল্যাবরেটরী স্কুল এন্ড কলেজের ২য় শ্রেণির ছাত্র অভিমন্যু নন্দী বর্ণ এবং তৃতীয় বাগড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর শিক্ষার্থী রাফছান জামিল আরিয়ান। গ-গ্রুপে (৪র্থ-৬ষ্ঠ শ্রেণি, নবান্ন উৎসব) প্রথম হয়েছে আইডিয়াল ইসকুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী অনন্যা নন্দী, দ্বিতীয় শেরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী রৌনক ইসলাম এবং তৃতীয় হয়েছে শেরপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের ৪র্থ শ্রেণি পড়ুয়া ওয়াজিহা শাকিরাহ। ঘ-গ্রুপে (৭ম-১০শ্রেনী, ষড়ঋতুর একটি) সরকারি ভিক্টোরিয়া একাডেমীর ৮ম শ্রেণির ছাত্র সাউিল হক অয়ন প্রথম, আফছর আলী আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী  কর্মা কর্মকার দ্বিতীয় এবং শেরপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ফারহানা রউফ তৃতীয় স্থান অধিকার করেছে। উল্লেখ্য, শেরপুর শহরের পুরাতন গোহাটা এলাকায় ১৯০৯ সালের ৩০ এপ্রিল (বাংলা পঞ্জিকামতে ১৬ বৈশাখ) বিপ্লবী রবি নিয়োগী জন্মগ্রহণ করেন। বিপ্লবী রবি নিয়োগী সব সময় মানুষের অধিকার আদায়ের সংগ্রাম করে গেছেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ এবং গণতান্ত্রিক আন্দোলন করতে গিয়ে বিপ্লবী রবি নিয়োগী বিভিন্ন মেয়াদে ৩৪ বছর কারাভোগ করেছেন। যুগ যুগান্তরের মানবমুক্তির লড়াইয়ে লড়াকু সৈনিক বিপ্লবী রবি নিয়োগী ব্রিটিশ বিরোধী আন্দোলনে আন্দামান নির্বাসন দণ্ডও খেটেছেন। তিঁনি কেবল রাজনীতিকই ছিলেন না, সামাজিক-সাংস্কৃতিক সংগঠক হিসেবেও নেতৃত্ব দিয়েছেন। অগ্নিযুগের সিংহ পুরুষ, ব্রিটিশ বিরোধী আন্দোলনের মহান এই নেতা ২০০২ সালের ১০ মে ইহলোক ত্যাগ করেন।

Tag
আরও খবর