শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় ৫ এপ্রিল ২০২৪ শুক্রবার সকালে উপজেলার ব্রিজপাড় এলাকায় ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে বীর মুক্তিযোদ্ধা এ,বি,এম সিদ্দিকের সন্তান আমেরিকা প্রবাসী হায়াৎ মাহমুদ লিটনের পক্ষ থেকে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। বিশিষ্ট সাংবাদিক এস.কে সাত্তারের সভাপতিত্বে অসহায়, হত দরিদ্র ২৪৬ জন পরিবারের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা সুরুজ্জামান আকন্দ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঝিনাইগাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বছির আহমেদ বাদল, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায়, মুক্তিযোদ্ধা সন্তান কমিটির আহ্বায়ক সাইফুল ইসলাম। ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে প্রতি বছরের ন্যায় এসমস্ত ঈদ উপহার প্রদান করা হয়। ১২৮টি শাড়ি ১১৮টি লুঙ্গি অসহায় পরিবারের মাঝে বিতরণ করা হয়েছে। অসহায় পরিবারগুলো নতুন কাপড় হাতে পেয়ে খুশি হয়ে সকলের জন্যে দোয়া করবেন জানিয়ে সকলের ঈদ ভালো কাটুক এই প্রত্যাশা করেন। সার্বিক তত্ত্বাবধানের দায়িত্ব পালন করেন মহিলা সিদ্দিকা মাদরাসার সাধারণ সম্পাদক গোলাম রব্বানী—টিটু।
১৬ ঘন্টা ৩৩ মিনিট আগে
১৬ ঘন্টা ৩৪ মিনিট আগে
২০ ঘন্টা ২৭ মিনিট আগে
১ দিন ২৩ ঘন্টা ৭ মিনিট আগে
২ দিন ২০ ঘন্টা ০ মিনিট আগে
৪ দিন ৩৯ মিনিট আগে
৫ দিন ১৭ ঘন্টা ৭ মিনিট আগে
৫ দিন ২২ ঘন্টা ২৩ মিনিট আগে