আগস্টের প্রথম প্রহরে আলোর মিছিল ও মোমবাতি প্রজ্জলন করেছে সেচ্ছাসেবক লীগ। জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে প্রথম প্রহরে শহরের পায়রা চত্বর থেকে আলোর মিছিল বের করা হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে প্রেরণা একাত্তর চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে মোমবাতি প্রজ্জলন করা হয়। সেসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহরিয়ার করিম রাসেল, সাধারণ সম্পাদক রানা হামিদসহ শ্রমিক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। মোমবাতি প্রজ্জলন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা, শোককে শক্তিতে রূপান্তরিত করে বিএনপির নাশকতা ও আগুন সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাড়ানোর আহ্বান জানান। শোকের এই মাসে বঙ্গবন্ধুর দন্ডপ্রাপ্ত খুনিদের দেশে ফিরিয়ে এনে শাস্তি কার্যকর করার দাবী জানান।
২ দিন ৭ ঘন্টা ৪৬ মিনিট আগে
৫ দিন ১৫ ঘন্টা ৩৬ মিনিট আগে
৬ দিন ১০ ঘন্টা ৩১ মিনিট আগে
৮ দিন ১৭ ঘন্টা ২৭ মিনিট আগে
১১ দিন ১৩ ঘন্টা ৩৪ মিনিট আগে
২২ দিন ১১ ঘন্টা ২০ মিনিট আগে
২৪ দিন ৮ ঘন্টা ৫৪ মিনিট আগে